বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2025 Retention Announcement Highlights: ২৩ কোটির ক্লাসেন, ২১ কোটি বিরাটকে- কোন দল কাকে রিটেন করল? রইল পুরো তালিকা
IPL 2025 Retention Announcement Highlights: ২৩ কোটির ক্লাসেন, ২১ কোটি বিরাটকে- কোন দল কাকে রিটেন করল? রইল পুরো তালিকা
6 মিনিটে পড়ুন Updated: 31 Oct 2024, 07:17 PM ISTAyan Das
IPL 2025 Retention Announcement Highlights: কেকেআর, সিএসকে-সহ আইপিএলের মেগা নিলামের আগে কোন দল কাকে রিটেন করল? পুরো হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
IPL 2025 Retention Announcement Highlights: কোন দল কাকে রিটেন করল? কোন দল কাকে ছেড়ে দিল? কোন দল কাকে কত টাকা দেবে? গত কয়꧅েক মাস ধরে যে জল্পনা চলছিল, আজ সেটায় ইতি পড়ল। কারণ আজ বিকেলে আইপিএলের ১০টি দলেরই রিটেনড করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হল। কালীপুজোর বিকেল-সন্ধ্যায় কারা রিটেনশনের ‘রোশনাই’ পেলেন? কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টস, গুজরাট টাইটানস, সানরাইজার্স হায়দরবাদ এবং পঞ্জাব কিংসের রিটেনশন তালিকা কী হল, তা দেখে নিন।
31 Oct 2024, 07:17 PM IST
IPL 2025 Retention Announcement Live: ব্যক্তিগত স্বার্থের উপরে যারা দলকে রাখে, তাদেরই রিটেন! ঘুরিয়ে রাহুলকে খোঁচা গোয়েঙ্কার?
ঘুরিয়ে কি কেএল রাহুলকে আক্রমণ করলেন লখনউ সুপার জায়ান্টসের ⛎মালিক সঞ্জীয় গোয়েঙ্কা? আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশের পরে তিনি বলেন, 'আমরা একটা সহজ মানসিকতা ধরে এগিয়েছে। যে খেলোয়াড়দের জয়ের মানসিকতা আছে, যে খেলোয়াড়রা নিজেদের ব্যক্তিগত লক্ষ্য ও আকাঙ্খার ঊর্ধ্বে দলকে রাখে, (♛আমরা তাদের রাখতে চেয়েছি)।'
31 Oct 2024, 06:38 PM IST
IPL 2025 Retention Announcement Live: বিরাটই কি RCB-র অধিনায়ক? ঝুলিয়ে রাখল দল
বিরাট কোহলি কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আর🍒সিবি) অধিনায়ক হতে চলেছেন? স্পষ্ট করল আরসিবি ম্যানেজমেন্ট। আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশের দিনে মুুুুুুুুম্বই নিজেদে♌র অধিনায়কের নাম ঘোষণা করে দিলেও সেই পথে হাঁটল না আরসিবি।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মতোই ছয়জনকে রিটে🎃ন করে ফেলল রাজস্থান রয়্যালস। ১৮ কোটি টাকা করে পেলেন সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়াল। ১৪ কোটি টাকা করে পেলেন রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেল। ১১ কোটি টাকা দেওয়া হচ্ছে🅠 শিমরন হেতমায়ারকে।
দু'জনই আনক্যাপড ভারতীয়কে রাখল পঞ্জাব কিং🐻স। শশাঙ্ক সিংকে ৫.৫ কোটি টাকায় রাখল। আর প্রভসিমরন সিংকে চার কোটি টাকায় রাখল। যে দলের 🌟হেড কোচ হয়েছেন রিকি পন্টিং।
প্যাট কামিন্স (১৮ কোটি টাকা), অভিষেক শর্মা (১৪ কোটি টাকা), নীতীশকুমার রেড্ডি (৬ কোটি টাকা), হেনরিখ ক্লাসেন (২৩ কোটি টাকা) এবং ট্র্যাভিস 💃হেডকে (১৪ কোটি টাকা) রাখল সানরাইজার্স হায়দরাবাদ। সবথেকে বেশি টাকা দেওয়া হল হেনরিখ। আইপিএলে যে খেলোয়াড়দের রিটেন করা হয়েছে, তাঁদের মধ্যে সবথেকে♔ বেশি টাকা পেলেন ক্লাসেনই।
পাঁচজনকে রিটেন করল লখনউ সুপার জায়ান্টস। সবথেকে বেশি টাকা পাচ্ছেন নিকোলাস পুরান। ২১ কোটি টাকা দেওয়া হল। ১১ কোটি টাকা করে পেলেন রবি বিষ্ণোই এবং মায়া🍬ঙ্ক যাদব। চার কোটি টাকা করে পেলেন মহসিন খান এবং আয়ূষ বাদোনি। কেএল রাহুলকে রিটেন করা হয়নি।
প্রত্যাশা মতোই ঋষভ পন্ত থাকলেন না দিল্লি ক্যাপিটালসে। তিনি আইপিএলের নিলামে থাকছেন। চারজনকে রিটেন করল দিল্লি ক্যাপিটালস। সবথেকে বেশি ১৬.৫ কোটি টাকা পেলেন অক্ষর প্যাটেল। কুলদীপ যাদব ১৩.২৫ কোটি টাকা, ত্রিস্তান স্টাবস ১০ কোটি টাকা এবং অভিষেক পোড়েল চার কোটি টাকা পেলেন। অভিষেক পোড়েল আনক্যাপড খেলোয়াড়। (পন্তকে উপেক্ষা করে পোড়েলকে রাখা হল কেন – ক্লিক করুন এখানে)
কোনও বিদেশিকে রিটেন করল না রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিকে সর্বোচ্চ ২১ কোটি টাকা দিল। রজত পতিদারকে দিল ১১ কোটি টাকা।🦂 যশ দয়াল পেলেন পাঁচ কোটি টাকা। অর্থাৎ নিলামে বেশি টাকা নিয়ে যাবে আরসিবি।
প্রত্যাশিতভাবেই পাঁচজনকে রিটেন করল চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি। ধোনিকে আনক্যাপড প্লেয়ার হিসেবে রাখা হয়েছে। বাকিরা কে কত টাকা পেলেন? তা দেখে নিন এখানে ক্লিক করে - ক্লিক করুন
হার্দিক পান্ডিয়াই ক্যাপ্টেন থাকছেন মুম্বই ইন্ডিয়ান্সের। রো𓆏হিত শর্😼মা, জসপ্রীত বুমরাহ বা সূর্যকুমার যাদব নন, হার্দিককেই ক্যাপ্টেন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিত ভারতের একদিনের দল এবং টেস্ট দলের অধিনায়কত্ব করবেন। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন সূর্য।
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) পুরোপুরি চমক দিল। ছয়জনকেই রিটেন করল। অর্থাৎ আইপিএলের মেগা নিলামে কোনও আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে না কেকেআর। রাখল ছয়জনকে - ঙ্কু সিং (১৩ কোটি টাকা), বরুণ চক্রবর্তী (১২ কোটি টাকা), সুনীল নারিন (১২ কোটি টাকা), আন্দ্রে রাসেল (১২ কোটি টাকা), হর্ষিত রানা (৪ কোটি টাকা) এবং রামনদীপ সিং (৪ কোটি টাকা)। বিস্তারিত পড়ুন এখানে - ক্লিক করুন এখানে
31 Oct 2024, 05:33 PM IST
IPL 2025 Retention Announcement Live: ২১ কোটি টাকা পাচ্ছেন বিরাট, ধোনি পাচ্ছেন ৪ কোটি
বিরাট কোহলি ২১ কোটি টাকা পাচ্ছেন। তাঁকে রিটেন করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর অন্যদিক🍌ে মহেন্দ্র সিং ধোনিকে চার কোটি টাকা দেওয়া হচ্ছে।
31 Oct 2024, 05:31 PM IST
IPL 2025 Retention Announcement Live: রোহিত বা হার্দিক নন, বুমরাহকে সবথেকে বেশি টাকা দিল MI!
পাঁচজনকে রিটেন করল মুম্বই ইন্ডিয়ান্স। সবথেকে বেশি টাকা পাচ্ছেন জসপ্রীত বুমরাহ। তাঁকে ১৮ কোটি টাকা দেওয়া হচ্ছে। তারপর আছেন - সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি টাকা), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫ কোটি টাকা), রোহিত শর্মা (১৬.৩ কোটি টাকা)꧅ এবং তিলক বর্মা (আট কোটি টাকা)।
31 Oct 2024, 05:30 PM IST
IPL 2025 Retention Announcement Live: রামনদীপকে রিটেন করছে না KKR!
আপাতত যা খবর, তাতে পাঁচজনকে রিটেন করছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আর সেই তালিকায় রামনদীপ সিংয়ের নাম নেই। তবে আইপিএলের মেগা নিলামে কেকেআরের হাতে ‘রাইট টু ম্যাচ’ (আরটিএম) কার্ড আছে। স🦹েটা কার ক্ষেত্রে ব্য𒅌বহার করা হবে? সেদিকে চোখ থাকবে। নিলামে কি রামনদীপকে ফিরিয়ে আনবে?
31 Oct 2024, 05:17 PM IST
IPL 2025 Retention Announcement Live: MI কাদের কাদের রিটেন করছে?
সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, চার মহারথীকে রিটেন করছে মুম্বই ইন্ডিয়ান্স। অর্থাৎ রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, হ🌳ার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবকে রাখছে। রাখা হচ্ছে তিলক বর্মাকেও।
31 Oct 2024, 05:12 PM IST
IPL 2025 Retention Announcement Live: পন্ত কি CSK-তে যাবেন?
ঋষভ পন্ত কি চেন্নাই সুপার কিংসে যাবেন? তা নিয়ে জল্পনা চলছে। যদিও একাংশের ধারণা, সেই সম্ভাবনা বেশ কম। কারণ চেন্নাই পাঁচজনকে রিটেন করছে। সেজন্য ৬৫ কোটি টাকা খরচ হচ্ছে। হাতে পড়ে থাকছে ৫৫ কোটি🏅 টাকা। সেই পরিস্থিতিতে পন্তকে নিতে গেলে যে টাকা খরচ হবে, সেটা চে💫ন্নাই খরচ করবে কিনা, তা নিয়ে ধন্দে আছে সংশ্লিষ্ট মহল।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) রিটেনশন তালিকার উপরেই যে বিরাট কোহলির নাম থাকবে, তা 🐈নিয়ে কোনও সন্দেহ নেই। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, রজত পতিদার এবং যশ দয়ালকেও রিটেন করা হতে পারে। অন্যদিকে মহম্মদ সিরাজকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে।
31 Oct 2024, 04:54 PM IST
IPL 2025 Retention Announcement Live: KKR-ই থাকছেন রাসেল! আর কাদের রিটেন করা হল?
আন্দ্রে রাসেলকে রিটেন করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সংবাদমাধ্যম ক্রিজবাজের প্রতিবেদন অনুযায়ী, শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেও♎য়া হচ্ছে। রিটেন করা হচ্ছে সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, রামনꦗদীপ সিং এবং হর্ষিত রানাকে।
২০২২ সালের আইপিএল চ্꧂যাম্পিয়ন এবং ২০২৩ সালের রানার্স-আপ গুজরাট টাইটানসও পাঁচজনকে রিটেন করছে। কিন্তু তাঁদের মধ্যে মাত্র একজন বিদেশি। একমাত্র বিদেশিꦉ হলেন রশিদ খান। সেইসঙ্গে অধিনায়ক শুভমন গিল, রাহুল তেওয়াটিয়া, বি সাই সুদর্শন এবং শাহরুখ খানকে রেখে দিচ্ছে গুজরাট। ভারতীয় ব্রিগেডকে শক্তিশালী রাখার উপরে জোর দিয়েছে গুজরাট।
কেএল রাহুল যে লখনউ সুপার জায়ান্ট ছাড়ছেন, তা মো🐼টামুটি নিশ্চিত হয়ে গিয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, ক্যাপ্টেন্সির বোঝা সরিয়ে নিয়ে রাহুলকে রেখে দিতে চেয়েছিল লখনউ। তাতে নাকি রাজি হননি রাহুল। সেই পরিস্থিতিতে ক্যাপড খেলোয়াড় হিসেবে নিকোলাস পুরান, রবি বিষ্ণোই এবং মায়াঙ্ক যাদবকে রেখে দিচ্ছে লখনউ। দু'জন আনক্যাপড ভারতীয় হলেন আয়ুষ বাদোনি এবং মহসিন খান। হালকা চালে বলতে গেলে লখনউয়ের ‘ছেলে’ থেকে ‘মেহ𒆙মান’ হচ্ছেন কেএল।
31 Oct 2024, 04:16 PM IST
IPL 2025 Retention Announcement Live: হেডকে সস্তায় রেখে দিল SRH! রাখল ২ তরুণ তুর্কিকেও
২০২৪ সালে আইপিএলে সাফল্যের যে মূল কাণ্ডারীরা ছিলেন, তাঁদের মোটামুটি ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। পাঁচজনকে রিটেন করা হচ্ছে। সবথেকে বেশি ২৩ কোটি টাকা পাচ্ছেন হেনরিখ ক্লাসেন। ১৮ কোটি টাকা পাচ্ছেন প্যাট কামিন্স। অভিষেক শর্মাকে ১৪ কোটি টাকা, ট্র্যাভিস হেডকে ১৪ কোটি টাকা এবং নীতীশকুমার রেড্ডিকে ছয় কোটি টাকা দেওয়া হচ্ছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। হেডকে ১৪ কোটি টাকা দেওয়🎀া হলেও বেশ সস্তায় তাঁকে রেখে দেওয়া হল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
31 Oct 2024, 04:04 PM IST
IPL 2025 Retention Announcement Live: বাটলার ও চাহালকে ছেড়ে দিচ্ছেন দ্রাবিড়রা!
একাধিক রিপোর্ট অনুযায়ী, অধিনায়ক সঞ্জু স্যামসনকে রিটেন করছে রাজস্থান রয়্যালস। সেইসঙ্গে যশস্বী জয়সওয়াল, সন্দীপ শর্মা এবং রিয়ান পরাগকে রেখে দিচ্ছে। মহেন্দ্র সিং ধোনির মতো সন্দীপকেও আনক্যাপড ভারতীয় হিসেবে রাখছে রাজস্থান। সূত্রের খবর, যুজবেন্দ্র চাহাল এবং জস বাটলারকে ছেড়ে দেওয়া হচ্ছে। আপাতত য💃া খবর, তাতে ২০ লাখ টাকায় দলে নেওয়া ধ্রুব জুরেলকে নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেননি রাহুল দ্রাবিড়রা।
আইপিএলের যে পুরনো নিয়ম ফিরিয়ে আনা হয়েছে, সেটার ফায়দা নিতে চলেছে চেন্নাই সুপার কিংস। সূত্রের খবর, 'আনক্যাপড' ভারতীয় হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করছে সিএসকে। সেইসঙ্গে রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে এবং মাথিশা থিকশানাকে রিটেন করছে। সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো✨র প্রতিবেদন অনুযায়ী, রিটেনশনের জন্য চেন্নাইয়ের কমপক্ষে ৬৫ কোটি টাকা খরচ হতে পারে। তবে চেন্নাইয়ের তরফে এখনও সরকারিভাবে সেই অঙ্কটা জা💙নানো হয়নি।
31 Oct 2024, 03:32 PM IST
IPL 2025 Retention Announcement Live: কাদের কাদের রিটেন করতে পারে KKR?
গতবার আইপিএল জেতানো অধিনায়ক শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল এবং মিচেল স্টার্ককে সম্ভবত ছেড়ে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সূত্রের খবর, সুনীল নারিন, রিঙ্কু সিং, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীকে রিটেন করছে নাইট ব্রিগেড। রামনদীপ সিংকেও রিটেন করা 😼হতে পারে। আর আরটিএম কার্ডের মাধ্যম নিলাম থেকে রাসেল বা স্টার্ককে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর।
31 Oct 2024, 03:22 PM IST
IPL 2025 Retention Announcement Live: কতজনকে রিটেন করা যাবে এবার?
এবার আইপিএলের নিয়ম অনুযায়ী, রিটেনড খেলোয়াড় এবং 'রাইট টু ম্যাচ' (আরটিএম) কার্ড মিলিয়ে পুরনো দলের মোট ছয়জনকে রাখতে পারে কোনও দল। তাঁদের মধ্যে সর্বো💟চ্চ পাঁচজন ক্যাপড প্লেয়ার হতে পারবেন (ভারতীয় এবং বিদেশি মিলিয়ে)। আর দু'জন আনক্যাপড ভারতীয় হতে পারবেন।
IPL 2025 Retention Announcement Live Updates: কোন দল কাকে রিটেন করল? কোন দল কাকে ছেড়ে দিল? কোন দল কাকে কত টাকা দেবে? গত কয়েক মাস ধরে যে জল্পনা চলছিল, আজ সেটায় ইতি পড়ছে। কারণ আজ বিকেল পাঁচটায় আইপিএলের ১০টি দলেরই রিটেনড করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হবে। কালীপুজোর বিকেল-সন্ধ্যায় কারা রিটেনশনের ‘রোশনাই’ পাবেন? কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টস, গুজরাট টাইটানস, সানরাইজার্স হায়দরবাদ এবং পঞ্জাব কিংসের রিটেনশন 🉐তালিকা কী হল, সেটার লাইভ দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।