ꦺ আইপিএলে প্রতিটি দলতে ৭টি করে লিগ ম্যাচ খেলতে হয় ঘরের মাঠে। বাকি ৭টি লিগ ম্যাচ খলতে হয় প্রতিপক্ষের ডেরায়। হোম-অ্যাওয়ে ভিত্তিক টুর্নামেন্টে হওয়ায় আইপিএলে হোম অ্যাডভান্টেজের প্রসঙ্গ উঠে আসে বার বার। বিশেষ করে ঘরের মাঠের পিচ থেকে সুবিধা পেতে চায় সব দলই। যদিও নিয়ম মতো পিচ তৈরিতে সরাসরি নাক গলানোর অধিকার নেই ফ্র্যাঞ্চাইজিদের।
👍 কেকেআরকে বরাবর ঘরের মাঠের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। পছন্দ মতো পিচ পায়নি বলে এবারও হতাশা প্রকাশ করে নাইট শিবির। পিচ নিয়ে এমন চর্চার মাঝে চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিও স্পষ্ট জানিয়ে দিলেন যে, চিপকে তাদের জন্য কোনও হোম অ্যাডভান্টেজ নেই। সিএসেক কোচ সেই সঙ্গে দাবি করেন যে, চিপকের বাইশগজ পড়তে পারা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে।
🤪 চিপকের পিচে স্পিনারদের জন্য সাহায্য থাকে। সেই কারণেই চেন্নাইয়ের স্কোয়াডে পর্যাপ্ত স্পিনার রয়েছে। তবে শুক্রবার চিপকে সিএসকে বনাম আরসিবি ম্যাচে স্পিনারদের থেকেও বেশি সুবিধা পায় পেসাররা। আরসিবির দুই পেসার জোশ হেজেলউড ও ভুবনেশ্বর কুমার শুরুতেই যে ধাক্কা দেন চেন্নাই শিবিরে, যা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি রুতুরাজদের পক্ষে। ভুবি ও হেজেলউড দু'জনে মিলে মোট ৭ ওভার বল করেন। ৪১ রান খরচ করে দুই তারকা সংগ্রহ করেন সাকুল্যে ৪টি উইকেট।
꧙ আরসিবির যশ দয়ালও ৩ ওভার বল করে মাত্র ১৮ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন। স্পিনাররা যে উইকেট পাননি, তেমনটা নয় মোটেও। চেন্নাইয়ের নূর আহমেদ ৩টি এবং আরসিবির লিয়াম লিভিংস্টোন ২টি উইকেট তুলে নেন।
'পিচ ঠিকমতো পড়াই যাচ্ছে না'
😼ঘরের মাঠে চেন্নাইয়ের সব থেকে বড় হারের পরে ফ্লেমিং বলেন, ‘আমি বেশ কয়েক বছর ধরেই বলছি যে, চিপকে কোনও হোম অ্যাডভান্টেজ নেই। বছর দুয়ের হল, পিচ ঠিকমতো পড়াই যাচ্ছে না। সুতরাং, এটা (চেন্নাইয়ের পিচের ভিন্ন আচরণ) নতুন কিছু নয়। প্রতিদিন যে রকম পরিস্থিত থাকে, তা সামলে নেওয়ার চেষ্টা করি আমরা।’
𓂃 ফ্লেমিং পরক্ষণেই বলেন, ‘এটা সেই চিপক নয়, যেখানে আপনি চার স্পিনারকে মাঠে নামিয়ে দেবেন। প্রতিটি পিচের চরিত্র বুঝতে আমাদের বিস্তর পরিশ্রম করতে হচ্ছে। এটা একেবারে ভিন্ন।’
🦩 চেন্নাই কোচ আরও জানান যে, তাঁরা ভেবেছিলেন শিশির পড়লে দ্বিতীয় ইনিংসে বল স্কিড করবে। তবে তেমনটা হয়নি। ফ্লেমিংয়ের কথায়, ‘আমরা ঠিক মতো বুঝতে পারিনি। পিচ পড়া নিতান্ত কঠিন ছিল। ভেবেছিলাম শিশির পড়লে বল স্কিড করবে। বাস্তবে পিচ চটচটে হয়ে যায়। ফলে ব্যাট করা নিতান্ত কঠিন হয়ে দাঁড়ায়।’