꧒ আইপিএলের ইতিহাসে তিন বিদেশি ক্রিকেটারের রয়েছে বিশেষ এক কৃতিত্ব। তবে এতদিন কোনও ভারতীয় তারকার ছিল না। শনিবার ইডেনে আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে কেকেআরকে নেতৃত্ব দিতে নেমে অক্ষরিক অর্থেই ইতিহাস গড়েন অজিঙ্কা। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে এমন এক ক্যাপ্টেন্সি রেকর্ড গড়েন রাহানে, যা ৫ বার করে আইপিএল ট্রফি হাতে তোলা দুই দলনায়ক মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মারও নেই।
꧅ আসলে রাহানে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে তিনটি দলকে নেতৃত্ব দেন। তিন বিদেশিকে মিলিয়ে বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে এমন নজির গড়েন অজিঙ্কা। রাহানে ছাড়া এমন রেকর্ড রয়েছে কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে ও স্টিভ স্মিথের।
ܫ অজিঙ্কা রাহানে রাজস্থান রয়্যালসকে ২৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তিনি রাইজিং পুণে সুপারজায়ান্টস দলকে একটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এবার কেকেআরের ক্যাপ্টেন হিসেবে আত্মপ্রকাশ করেন রাহানে।
꧒ যদিও অবিলম্বে এই তালিকায় রাহানের সঙ্গে যোগ দিতে চলেছেন শ্রেয়স আইয়ার। তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনটি আইপিএল দলকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব অর্জন করবেন এবছরেই। শ্রেয়স এর আগে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন্সি করেছেন। তিনি ক্যাপ্টেন হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করিয়েছেন। এবার পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিতে নামবেন শ্রেয়স। আগামী ২৫ মার্চ আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে পঞ্জাবের হয়ে টস করতে নামলেই রাহানেদের সঙ্গে এলিট লিস্টে জায়গা করে নেবেন শ্রেয়স।
𒁃 উল্লেখ্য, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা পঞ্জাব কিংসকে ১৩টি আইপিএল ম্যাচে নেতৃত্ব দেন। তিনি ডেকান চার্জার্সের ক্যাপ্টেন্সি করেন ২৫টি ম্যাচে। সাঙ্গা সানরাইজার্স হায়দরাবাদকে ৯টি ম্যাচে নেতৃত্ব দেন।
🐼 শ্রীলঙ্কারই মাহেলা জয়াবর্ধনে পঞ্জাব কিংসকে ১টি আইপিএল ম্যাচে নেতৃত্ব দেন। তিনি কোচি টাস্কার্স কেরালা দলকে ১৩টি ম্যাচে নেতৃত্ব দেন। জয়াবর্ধনে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৬টি ম্যাচে ক্যাপ্টেন্সি করেন।
♏ স্টিভ স্মিথ পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া দলকে ১টি ম্যাচে নেতৃত্ব দেন। তিনি রাইজিং পুণে সুপার জায়ান্টস দলকে ১৫টি ম্যাচে নেতৃত্ব দেন। রাজস্থান রয়্যালসের হয়ে ২৭টি আইপিএল ম্যাচে ক্যাপ্টেন্সি করেন স্মিথ।