শনিবার ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল ২০২৪-এর প্লে-অফের টিকিট নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স। তবে জয়ের আনন্দ উপভোগ করার আগেই দুঃসংবাদ উড়ে আসে নাইট শিবিরে। আইপিএলের আচরণবিধি ভঙ্গের জন্য বড়সড় শಞাস্তির মুখে পড়তে হয় কেকেআর তারকা রমনদীপ সিংকে।
বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে রমনদীপের শাস্তির কথা জানিয়ে দেওয়া হয়। নাইট তারকার বিরুদ্ধে কোড অফ কন্ডাক্টের ২.২০ ধারা উলঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। রমনদীপ লেভেল-ওয়ান পর্যায়ের অপরাধ স্বীকার করে নেওয়ায় ফর্ম্🌞যাল হেয়ারিং ছাড়াই ম্যাচ রেফারি তাঁর শাস্তিবিধান করেন।
রমনদীপের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়। উল্লেখ্য, লেভেল-ওয়ান পর্যায়ের অপরাধের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্তই শেষ কথা হিসেবে বিবেচিত হয়। আইপিএলের আচরণবিধির ২.২০ ধারায় ইচ্ছাকৃতভাবে স্টাম্পে লাথি মারা, বাউন্ডারি লাইন বা বিজ্ঞপনের জন্য রাখা ইলেক্ট্রনিক বোর্ডের ক্ষতি করা, সাজঘরের দরজা-জানালা-আয়না বা অন্যন্য আসবাবপত্রের♏ ক্ষতি করা, এই জাতীয় অপরাধের জন্য শাস্তিবিধান রয়েছে।
উদাহরণ হিসেবে বলা যায়, ব্যাটসম্যান আউট হয়ে মাঠ ছাড়ার সময় যদি꧟ হতাশায় ব্যাট আছড়ে বিজ্ঞাপনি বোর্ডের ক্ষতি করে থাকেন, তবে তাঁকে আইপিএলের আচরণবিধির ২.২০ ধারায় দোষি সাব্যস্ত করা হয় এবং সেই মতো তাঁর শাস্তিবিধান করেন ম্যাচ রেফারি।
উল্লেখ্য, চলতি আইপিএলে নিয়ম ভেঙে ইতিমধ্যেই শাস্তি পেতে হয়েছে কেকেআরের হর্ষিত রানাকে। স্লো ওভার-রেটের জন্য শাস্তি হয়েছে নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারেরও। এবার সেই তালিকায় নাম লেখালেন রমনদীপ সি🐬ং।
শনিবার ইডেনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। বৃষ্টির জন্য ইডেনে কেকেআর বনাম মুম্বই ম্যাচ শুরু হয়ে অনেকটা দেরিতে। ফলে ম্যাচের ওভার সংখ্যাও কমে যায়। ম্যাচ অনুষ্ঠিত হয় ১৬ ওভার প্রতি ইনিংসের। শুরুতে ব্যাট করে নাইট রাইডার্স নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেটের বিনিময়✨ে ১৫৭ রান সংগ্রহ করে। দলের হয়ে সব থেকে বেশি ৪২ রান করেন বেঙ্কটেশ আইয়ার। ২১ বলের মারকাটারি ইনিংসে তিনি ৬টি চার ও ২টি ছক্কা মারেন।
জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেটে ১৩৯ রানে আটকে যায়🎉। ইশান কিষান ২২ বলে ৪০ রান করেন। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ২টি উইকেট নেওয়া বরুণ চক্রবর্তী ম্যাচের সেরা ক্রিকেটারের প💫ুরস্কার জেতেন।