শুভব্রত মুখার্জি:- ২০২৩ বিশ্বকাপের ফাইনালে হারের যে যন্ত্রণা, তা এখনও তাড়িয়ে বেড়ায় ভারতীয় ক্রিকেট সমর্থকদের। ঘরের মাঠে গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে সেবার উপস্থিত এক লাখেরও ব♈েশি দর্শককে কার্যত চুপ করিয়ে দিয়ে চোখের জলে ভাসিয়ে বিশ্বকাপের ট্রফিটি জিতেছিল অস্ট্রেলিয়া দল।
তাদের ক্রিকেট ইতিহাসে এটি ছিল ষষ্ঠ ওডিআই বিশ্বকাপের ট্রফি। তাদের এই ট্রফি🐭 জয়ের অন্যতম দুই নায়ক ছিলেন ট্র্যাভিস হেড এবং মার্নাস ল্যাবুশান। রান তাড়া করতে গিয়ে অজিরা প্রথমে পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে তাদের লড়াইতে ফেরান হেড এবং ল্যাবুশান। যে ব্যাট দিয়ে🍎 খেলে সেদিনের ম্যাচে অজিদেরকে স্মরণীয় জয় এনে দিয়েছিলেন, এবার সেই ব্যাটকেই 'অবসরে' পাঠালেন মার্নাস।
নিজের সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে সেই কথাই জানিয়েছেন মার্নাস ল্যাবুশান। তিনি𒁏 ক্যাপশনে লেখেন, 'আমার মনে হয় এটাই সময়, সময় এসেছে যখন বিশ্বকাপ ফাইনালের ব্যাটকে অবসর দেওয়ার।' বিশ্বকাপের ফাইনালের ব্যাটটির দুটি ছবি তিনি পোস্ট করেছেন। ব্যাটটির যে ছবি তিনি দিয়েছেন তাতে দেখা গিয়েছে ব্যাটটির প্লেটের অবস্থা খুব খারাপ। ঠিক যে জায়গা দিয়ে মূলত শট খেলা হয় সেখানকার কাঠ নষ্ট হয়ে গিয়েছে। কাঠের চোকলা উঠে গিয়েছে। সেখানকার কাঠের রঙ ও নষ্ট হয়ে গিয়েছে। ব্যাটের লাল রঙের গ্রিপেও বয়সের ছাপ স্পষ্ট।
সেই বিশ্বকাপের ফাইনালের আট মাস বাদে তাঁর প্রিয়♏ ব্যাটকে অবসরে পাঠালেন তিনি। ১৯ নভেম্বর ২০২৩ ফাইনালে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া দল। প্যাট কামিন্সদের দুরন্ত বোলিংয়ে অজিদের ম্যাচ জয়ের টার্গেট দাঁড়ায় ২৪০ রান।
দলীয় অর্ধশতরানের আগেই অজিরা তিন উইকেট হারিয়ে ফেলে। এরপরেই জুটি বেঁধে দলকে লড়াইয়ে ফেরান মার্নাস ল্যাবুশান এবং ট্র্যাভিস হেড। হেড এ꧅কটি দুরন্ত শতরানের ইনিংস খেলেন। ল্যাবুশান সেদিন ১১০ বল খেলেছিলেন। ৫৮ রান করেন তিনি। সেদিন অপরাজিত থেকে দলকে এনে দেন এক অবিস্মরণীয় জয়।