আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ম্যাচ অফিসিয়ালদের প্যানেল প্রকাশ করল আইসিসি। প্র💙থম রাউন্ডের ম্যাচগুলি পরিচালনার জন্য ২০ জন আম্পায়ার ও ৬ জন ম্যাচ রেফারির তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকে🦩ট সংস্থা।
জুনের একেবারে শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হবে ২০২৪ টি-২০ বিশ্বকাপ। এই প্রথমবার বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল𓆉। মোট ৯টি কেন্দꦯ্রে খেলা হবে বিশ্বকাপের ম্যাচগুলি। টুর্নামেন্ট চলবে ২৮ দিন ধরে। খেলা হবে মোট ৫৫টি ম্যাচ।
২০ জন আম্পায়ারের তালিকায় স্বাভাবিকভাবেই জায়গা করে নিয়েছেন ভারতের নীতীন মেনন। ম্যাচ পরিচালনা করবেন ভারতಞের জয়রমন মদনগোপালও। গতবারের বর্ষসেরা আম্পায়ার রিচার্ড ইলিংওর্থও রয়েছেন তালিকায়। বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, পল রেইফেলদেরও, যাঁরা ২০২২ টি-২০ বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিং করেছেন।
টি-২০ বিশ্বকাপের আম্পায়াররা:-
ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইনিংওর্থ, আলাউদ্দিন পালেকর, রিচার্ড কেটেলবরো, জয়রমন মদনগোপাল, নীতীন মেনন, স্যাম নগাজস্কি, এহসান রাজা, ꦰরশিদ রিয়াজ, পল রেইফেল, লংটন রাসেরে, শাহিদ সৈকত, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব।
টি-২০ বিশ্বকাপের ম্যাচ রেফারিরা:-
ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগল শ্রীনাꦍথ।
এবছর বিশ্বকাপের ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ-গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও আমেরিকা। বি-গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অ🃏স্ট্রেলিয়া, নমিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। সি-গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউ গিনি। ডি-গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল। সুতরাং, ভারতকে তাদের চারটি গ্রুপ ম্যাচে লড়তে হবে পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুগ্ম আয়োজক আমেরিকার বিরুদ্ধে।