চলতি টি-২০ বিশ্বকাপে ব্যাট-বলের রুদ্ধশ্বাস লড়াইয়ের মাঝে মাথা গলানোর চেষ্টা করে দুর্নীতি। যদিও আইসিসির দুর্নীতি দমন শাখার তৎপরতায় সম⛄স্যা মাথাচাড়া দেওয়ার আগেই নির্মুল করা সম্ভব হয়।
বিশ্বকাপে ম্যাচে গড়াপেড়ার প্রস্তাব দেওয়া হয় উগান্ডার এক ক্রিকেটারকে। তাও আবার প্রস্তাব আসে কেনিয়ার এক প্রাক্তন পেসারের কাছ থেকে। এমনটাই খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের। যদিও কে প্রস্তাব দি🥃য়েছেন এবং কাকে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটি খোলসা করা হয়নি রিপোর্টে।
এবারের টি-২০ বিশ্বকাপে একাধিক ছোট দল অংশ নেয়। অসাধু উদ্দেশ্য নিয়ে ছোট দলের ক্রিকেটারদের প্রলোভনে ফেলা তুলনায় সহজ। তাই শুরু থেকেই সজাগ ছিল আইসিসির অ্যান্টি কোরাপশন ইউনিট। তাদের আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়। খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দে𓃲শ দেওয়া হয় আইসিসির তরফে। সহযোগী দেশগুলিকে বাড়তি সতর্কও করা হয় এই বিষয়ে।
গায়া꧒নায় উগান্ডা দলের এক ক্রিকেটারকে একাধিক নম্বর থেকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন কেনিয়ার এক প্রাক্তন পেসার। প্রোটোকল মেনে উগান্ডার ক্রিকেটার গোটা ঘটনা আইসিসির দুর্নীতি দমন বিভাগকে তড়িঘড়ি জানায়।
এই প্রসঙ্গে এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘উগান্ডার জাতীয় দলের এক ক্রিকেটারকে টার্গেট করা এমন কিছু অবাক করার মতো ঘটনা নয়। বড় দলের থেকে সহযোগী দেশের ক্রিকেটারদের দুর্ꦬনীতিতে জড়িয়ে ফেলা তুলনায় সহজ। তবে এক্ষেত্রে যাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি তড়িঘড়ি আইসিসিকে জানান বিষয়টি।’
উল্লেখ্য, গড়াপেটার প্রস্তাব পেয়েও সেটি আইসিসিকে না জানানো অপরাধ হিসেবেই চিহ্নিত হয়। এমন ক্ষেত্রে আইসিসির দুর্নীতি দমন বিধি ভঙ্গের জন্য সংশ্লিষ্ট ক্রিকেটারকে শাস্তিও পেতে হয়। যদিও উগান্ডার ক্রিকেটার বিচক্🅰ষণের মতো কাজ করেন। অতীতে গড়াপেটার প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোর জন্য শাস্তি পেতে হয়েছে শাকিব আল হাসানের মতো তারকা ক্রিকেটারকেও। এক্ষেত্রে শাকিবের মতো বোকামি করেননি উগান্ডার সেই খেলোয়াড়।
উল্লেখ্য, উগান্ডা এই প্রথমবার টি-২০ বিশ্বকাপে অংশ নেয়। তারা প্রথম ম্যাচেই আফগানিস্তানের কাছে বড়🎃 ব্যবধানে পরাজিত হয়। দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনিকে হারিয়ে পয়েন্টের খাতা খোলে উগান্ডা। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং গ্রুপের চতুর্থ তথা শেষ ম্য🐲াচে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হতে হয় তাদের। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের কাছে যথাক্রমে ৫৮, ৩৯ ও ৪০ রানে অল-আউট হয় উগান্ডা।