সংশয় একটাই, অত্যন্ত চোট প্রব🍸ণ। আগুনে গতির পেসারদের ক্ষেত্রে সেটা অবশ্য স্বাভাবিক বিষয়। তবে সম্ভাবনা বিস্তর। আইপিএল ২০২৪-এ বল হাতে গতির ঝড় তুলে আন্তর্জাতিক ক্রিকেটমহলের নজর কেড়ে নেন মায়াঙ্ক যাদব। শেষমেশ ডাক পেয়ে যান জাতীয় দলে।
বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে প্রথমবার জাতীয় দলে ডাক পান মায়াঙ্ক যাদব। জাতীয় নির্বাকরাই শুধু নন, বরং ভারতীয় টিম ম্যানেজমেন্টও আস্থা রাখে তরুণ পেসারের উপর൩ে। অকারণ সময় নষ্ট না করে মায়াঙ্ককে সিরিজের প্রথম টি-২০ ম্যাচেই মাঠে নামিয়ে দেন গৌতম গম্ভীররা। নির্বা𓆏চকমণ্ডলী তথা টিম ম্যানেজমেন্টের আস্থার যথাযথ মর্যাদা রাখেন মায়াঙ্ক।
গোয়ালিয়রে পাওয়ার প্লে-র শেষ ওভারে মায়াঙ্ককে প্রথমবার বল ൲করতে ডাকেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। মায়াঙ্কের আগুনি গতি সামলাতে হিমশিম খান বাংলাদেশের ব্যাটাররা। ফলে পাওয়ার প্লে-তে বল করেও নিজের টি-২০ তথা আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ওভার মেডেন নেন মায়াঙ্ক। অর্থাৎ, জাতীয় দলের হয়ে আত্মপ্রকাশে নিজের প্রথম ওভারে 💟কোনও রান খরচ করেননি তিনি।
আগরকরদের নজির ছুঁলেন মায়াঙ্ক
মায়াঙ্ক ভারতের তৃতীয় ক্রিকেটারে পরিণত হন, যিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আবির্ভাবেই প্রথম ওভার মেডেন নেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই তালিকায় সবার আগে নাম রয়েছে বর্তমান নির্বাচক প্রধান অজিত আগরকরের। ২০০৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার শুরু করেন আগরকর। সেই ম্যাচে নিজের প্রথম ওভ꧑ারে কোনও রান খরচ করেননি তিনি।
পরে আর্শদীপ সিং একই কৃতিত্ব অর্জন করেন। ২০২২ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ কের🌃িয়ার শুরু করেন আর্শদীপ। সেই ম্যাচের প্রথম ওভারে কোনও রান খরচ করেননি তিনি। এবার গোয়ালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে আগরকরদের সেই এলিট লিস্টে নাম লেখালেন মায়াঙ্ক যাদব।
মায়াঙ্কের নামের সঙ্গে উপাধি জুড়ে দিলেন অশ্বিন
মায়াঙ্কের এমন অনবদ্য কৃতিত্ব প্রশংসা কুড়িয়ে নেয় বিশেষজ্ঞদের। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিন মায়াঙ্কের এমন চমকপ্রদ আবির্ভাবে রীতিমতো আপ্লুত। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন ছোট্ট টুই𓆉টে। অশ্বিন লেখেন, 'মায়াঙ্ক মেডেন যাদব'। সঙ্গে ২টি আগুনের ইমোজিও যোগ করেন অশ্বিন।
ভারতের দাপুটে জয়
মায়াঙ্ক যাদব বাংলাদেশের বিরুদ্ধে এই ম্য𝐆াচে ৪ ওভার বল করে ১টি মেডেন-সব ২১ রানের বিনিময়ে ১টি উইকেট তুলে নেন। তিনি সাজঘরে ফেরান মাহমুদুল্লাহকে। ভারত এই ম্যাচে ৪৯ বল বাকি থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে বাংলাদেশকে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১৯.৫ ওꦯভারে ১২৭ রানে অল-আউট হয়ে যায়। পালটা ব্যাট করতে নেমে ভারত ১১.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩২ রান তুলে ম্যাচ জিতে যায়।