ভারতের তারকা পেসার মহম্মদ শামি দীর্ঘদিন ধরে চোট সমস্যার কারণে মাঠের বাইরে রয়েছে। শেষ ২০২৩ ওডিআই বিশ্বকাপে তাঁকে খেলতে দেখা গিয়েছিল। পায়ের গোড়ালিতে আঘাত পান তিনি, পরবর্তীতে অস্ত্রোꦍপচার হয়। সম্প্রতি এই তারকা বোলারের টেস্ট ক্রিকেটে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। জানা যায় সুস্থ হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি ভারতীয় দলের হয়ে খেলবেন। শনিবার শামি নিজেও সেই জল্পনা জিইয়ে রাখলেন আরও। প্রথমে শোনা যাচ্ছিল বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেই কামব্যাক হতে পারে শামির। আগামী সপ্তাহ থেকে চেন্নাইয়ে শুরু হবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ। সেই সির🌱িজের জন্য দল ঘোষণা হলেও নাম নেই শামির। এই সিরিজের আগে ক্রিকেটাররা প্রস্তুতির জন্য দলীপ ট্রফিকে বেছে নিয়েছিলেন। সেখানে খেলতে দেখা যায়নি তাঁকে। বিসিসিআই-এর তরফে শামির চোট সম্পর্কে কোনও আপডেটও দেওয়া হয়নি।
গত মাসে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায়, অক্টোবরে মাঠে ফিরতে চলেছেন মহম্মদ শামি। অস্ট্রেলিয়া সফরের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ৩টি টেস্ট ম্যাচ রয়েছে তার মধ্যে যেকোনও একটিতে খেলতে দেখা যেতে পারে তাঁকে। তার আগে বাংলার হয়ে একটি রঞ্জি ট্রফির ম্যাচও খেলতে পারেন তিনি বলে শোনা যাচ্ছিল।ಞ ১১ অক্টোবর উত্তরপ্রদেশ ও ১৮ অক্টোবর বিহারের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ রয়েছে বাংলার। তবে এখন দু’টি ম্যাচেই তাঁর না থাকার সম্ভাবনা বেশি।
শনিবার কলকাতায় এক অনুষ্ঠানে শামি নিজের জাতীয় দলে কামব্যাক নিয়ে মুখ খুললেন। তিনি নির্দিষ্ট করে কোনও দিন না জানালেও বলেন, সম্পূর্ণ সুস্থ হয়ে তবেই মাঠে ফিরবেন। তিনি বলেন, 'আমি যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাবর্তনের চেষ্টা করছি, আমি এখন অনেক দিন হয়ে গেল খেলার থেকে দূরে আছি। তবে আমি এটাও নিশ্চিত করতে চাই যে আমি ফিরে আসার সময় আমার মনে চোট নিয়ে কোনও সন্দেহ যাতে না থাকে। আমি💞 যত শক্তিশালী হয়ে ফিরব ততই আমার জন্য ভালো এবং আমার আবার আঘাত পাওয়ার সম্ভাবনাও কম থাকবে। তাই আমি বাংলাদেশ, নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া সিরিজে ফিরলাম কিনা তাতে কিছু যায় আসে না। আমি ইতিমধ্যে বোলিং শুরু করেছি। তবে আমি যেমন বলেছি, আমি কোনও ঝুঁকি নিতে চাই না। যতক্ষণ না আমি ১০০ শতাংশ ফিট বোধ করছি ততক্ষণ আমি কোনও ফরম্যাটেই ফিরে আসতে রাজি নই। তারপর যদি আমাকে ঘরোয়া টুর্নামেন্ট খেলতে হয়, আমি তাও খেলব’।