আইপিএল ২০২৫-এর বাকি অংশের জন্য বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটাল๊স। তবে এখন এটা অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন যে মুস্তাফিজুর সংযুক্ত আরব আমিরা (UAE)-তে দলের সঙ্গে যাওয়ার কথা রয়েছে। এর মাঝেই সোশ্যাল মিডিয়াত একটি পোস্ট করে জটিলতা বাড়িয়েছেন বাংলাদেশেরে পেসার।
বুধবার দিল্লি ক্যাপিটালস জানায়, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার-মার্গক বাকি আইপিএলে খেলতে না পারায় তার বদলি হিসেবে মুস্তাফিজুরকে নেওয়া হয়েছে। এরপরেই বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান এক রহস্যজনক টুইট করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেন। টুইটে তিন🌌ি লেখেন, ‘UAE-র বিরুদ্ধে খেলতে যাচ্ছি। আশীর্বাদ করবেন।’
আরও পড়ুন … এমবাপের রেকর্ড,♋ ঘরের মাঠে পিছিয়ে গিয়েও রিয়া♚ল মাদ্রিদের জয়! বার্সা কি আজই শিরোপা জিতবে?
এই টুইটটি মূলত ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ দলের সঙ্গে তার যুক্ত হওয়া বোঝালেও, এটি আসে দিল্লি ক্যাপিটালসের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই। যেখানে আইপিএল ২০২৫-𒐪এ জেক ফ্রেজার-মার্গকের পরিবর্তে মুস্তাফিজকে দলে নেওয়ার কথা বলা হয়। এতে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়।
আসলে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে। নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘সূচি অনুযায়ী মুস্তাফিজুরের দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা। আমরা আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে এ নিয়ে কোনও আনুষ্ঠানিক যোগাযোগ পাইনি। এমনক♎ি মুস্তাফিজুরের পক্ষ থেকেও আমি কোন🌳ও আনুষ্ঠানিক বার্তা পাইনি।’
আরও পড়ুন … টেস্ট ও T20I থেকে অবসর, রোহিত-কোহলির গ্রেড A+ চুক্তি♔ কি বহাল থাকবে? কী করবে BCCI?
মে ১৭ ও ১৯ তারিখে সংযুক্ত আরব আমিরাতে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর, বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে, যেখানে ২৫, ২৭ ও ৩০ মে এবং ১ ও ৩ জুন পাঁচটি ম্যাচ খেলবে। এই দুটি সিরিজের সময়ই আইপিএলের সূচির সঙ্গে আংশিক সংঘাত রয়েছে। দিল্লি ক্যাপিটালস তাদের 🔜শেষ তিনটি লিগ ম্যাচ খেলবে ১৮, ২১ ও ২৪ মে, এরপর প্লে-অফ হলে তা আরও দীর্ঘায়িত হবে।
মুস্তাফিজুর ২০১৬ সালে আইপিএলে অভিষেক করেন এবং ২০২২ ও ২০২৩꧂ মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। ২০২২ সালে আট ম্যাচে আট উইকেট নেন ৭.৬২ ইকোনমি রেটে। পরে✨র বছর দিল্লির হয়ে মাত্র দুটি ম্যাচে খেলেন।
আরও পড়ুন … পিচে শুধু শট নয়, বন্ধুত্বও গড়ে ওঠে… টেস্টে কোহলি-রোহিতের অবসরের পরে আব💙েগে🐎 ভাসলেন শিখর ধাওয়ান