একের পর এক প্রতিযোগিতা স্থগিত হয়ে গেল ভারত-পাকিস্তান অশান্তির আবহে। শুক্রবার একদিনেই সকাল থেকে বিকেল পর্যন্ত পরপর প্রতিযোগিতা স্থগিত হওয়ার খবর প্রকাশ্যে এল। সকালেই জানা গেছিল এবারের আইপিএল এখন আর হচ্ছে না। সামগ্রিকভাবে সাত দিন পর শুরু হওয়ার কথা ভাবা হলেও আদৌ সেটা সাতদিন পর শুরু হওয়া সম্ভব কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে।
নীরজ চোপড়া ক্লাসিক ইভেন্ট বন্ধ
এই আবহেই এবার স্থগিত হয়ে গেল দেশের এক বড় ইভেন্ট। ভারতের হয়ে অলিম্পিক্সে সোনা এবং রৌপ্য পদকজয়ী তারকা নীরজ চোপড়া ভারতে একটি ইভেন্ট করতে চলেছিলেন। সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। কিন্তু সাম্প্রতিক অশান্তির কথা মাথায় রেখেই সেই প্রতিযোগিতা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন নীরজ।
কয়েকদিন আগেই নীরজের দেশপ্রেম নিয়েই প্রশ্ন তুলেছিলেন ভারতীয়দের একাংশ। কেন পাকিস্তানের অলিম্পিক্স সোনাজয়ী আরশাদ নাদিমকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছিল নীরজ চোপড়া ক্লাসিক ইভেন্টে, এই প্রশ্ন তুলেই ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ারকে প্রশ্নবাণে বিদ্ধ করে নেটিজেনরা। এরপর নীরজ জানিয়েছিলেন, পহেলগাঁওতে হামলার অনেক আগেই আরশাদকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এক্ষেত্রে এমন কোনও অশান্তির পরে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি।
নীরজ চোপড়ার মা গতবছর অলিম্পিক্সে নীরজ রৌপ্য পদক জয়ের পর আরশাদকেই ভদ্রতা দেখিয়ে নিজের ছেলে হিসেবে স্থান দিয়েছিলেন। সেই নিয়েও নীরজ এবং তাঁর পরিবারকে টার্গেট করে নেটিজেনরা। পাল্টা নীরজও বিষয়টি নিয়ে অত্যন্ত দুঃখপ্রকাশ করেছিলেন, যে একবছর আগে এই মন্তব্য নিয়েই সকলে তাঁকে এবং তাঁর মায়ের প্রশংসা করেছিল।
দেশের সেনা পাশে নীরজ চোপড়া
এবার নীরজ চোপড়া নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে লিখলেন, ‘বর্তমান অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে নিরজ চোপড়া ক্লাসিকের প্রথম সংস্করণ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরো বিষয়টার কথা মাথায় রেখে ক্রীড়াবিদদের স্বার্থের কথা মাথায় রেখে আর বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে। আমরা ক্রীড়াক্ষেত্রের দ্বারা এমনিতে ঐক্যতার কথাই বলে থাকি, কিন্তু এই মূহূর্তে আমাদের দেশের স্বার্থই প্রথমে দেখতে হবে। আমাদের এই সময়ের কৃতজ্ঞতা পুরোটাই আমাদের দেশের সেনার প্রতি, তাঁরাই এই মূহূর্তে আমাদের দেশের সামনের সারীতে রয়েছে। পরবর্তী সময় নীরজ ক্লাসিক ইভেন্টের পরিবর্তিত সূচি জানানো হবে’।
একঝলকে নীরজের সেই পোস্ট
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।