প্রায় ৮ দশক আগে একবার মাত্র লা লিগা চ্যাম্পিয়ন হয় সেভিয়া। তবে তারা ইউরোপা লিগে অত্যন্ত ধারাবাহিক। নয়-নয় করে মোট ৭ বার ইউরোপা লিগের খেতাব জিতেছে সেভিয়া। তবে চলতি মরশুমে লা লিগায় নিতান্ত করুণ হাল তাদের। শেষ ৮ ম্যাচে জয় নেই ক্লাবের। ঘরোয়া লিগে সেভিয়া শেষবার জয়ের মুখ দেখে ২ মাস আগে। ১০ মার্চ রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে জয় পায় তারা।
এমন পরিস্থিতিতে শনিবার সেল্টা ভিগোর কাছে হেরে লা লিগায় অবনমনের আশঙ্কায় পড়েছে সেভিয়া। গোটা দ্বিতীয়ার্ধ প্রতিপক্ষ ১০ জনে খেললেও জয় তুলে নিতে ব্যর্থ হয় তারা। দলের এমন হতাশাজনক পারফর্ম্যান্সে প্রবল ক্ষুব্ধ সমর্থকরা। হতাশায় ক্লাবের প্র্যাক্টিস মাঠে তাণ্ডব চালাতে দেখা যায় সেভিয়া সমর্থকদের।
আরও পড়ুন:- নেপালের কাছে ৫ গোলে শ্রীলঙ্কার হারে 'মাঠে না নেমেই' সেমিফাইনালের টিকিট পেল ভারত
কী ঘটে শনিবার?
শনিবার সন্ধ্যায় সেভিয়ার হোসে ব়্যামোস সিজেনেরোস প্যালিসওস ট্রেনিং কমপ্লেক্সে ক্লাব সমর্থকরা হামলা চালায়। ট্রেনিং কমপ্লেক্সের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে তারা এবং মাঠে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায়। প্র্যাক্টিস মাঠে বিস্তর ভাঙচুর চলে। ফলে সেভিয়ার ফুটবলারদের রাতভর ট্রেনিং কমপ্লেক্সেই আটকে থাকতে হয়। পুলিশ ও ক্লাবের নিরাপত্তারক্ষীরা ফুটবলারদের নিরাপদে ট্রেনিং সেন্টার থেকে বার করে নিয়ে যেতে ব্যর্থ হয়।
আরও পড়ুন:- বাকিরা ছত্রভঙ্গ, IPL 2025 ফের কবে শুরু হবে স্থির না হলেও প্র্যাক্টিস শুরু গিলদের
ক্লাবের তরফে পরিকল্পিত হামলার নিন্দা করা হয়
সেভিয়ার তরফে প্র্যাক্টিস মাঠে এমন পরিকল্পিত হামলার নিন্দা করে বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘সেল্টা ভিগোর বিরুদ্ধে ম্যাচের শেষে প্রথম দলের ফুটবলাররা প্র্যাক্টিস গ্রাউন্ডে পৌঁছনোর পরে সমর্থকদের এমন পরিকল্পিত তাণ্ডবের নিন্দা করছে ক্লাব।’ সেভিয়ার তরফে এও জানানো হয় যে, সমর্থকরা ঠিক যেমনটা চান, ফুটবল দল এই মুহূর্তে সেরকম পারফর্ম্যান্স মেলে ধরতে পারছে না। সেই কারণেই হয়তো সমর্থকদের মনে ক্ষোভ জন্মাতে পারে। তবে কোনও পরিস্থিতিতেই এমন ভাঙচুর ও আক্রমণাত্মক মনোভাব মেনে নেওয়া যায় না।
লিগ টেবিলে সেভিয়ার অবস্থান
চলতি লা লিগায় সেভিয়া ৩৫টি ম্যাচে মাঠে নেমে মাত্র ৯টি ম্যাচ জিততে সক্ষম হয়েছে। তারা ড্র করে ১১টি ম্যাচ এবং ১৫টি ম্যাচে পরাজিত হয়। ৩৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৬ নম্বরে রয়েছে সেভিয়া। লিগের শেষ ৩টি স্থানে রয়েছে লেগানেস (৩০ ম্যাচে ৩৪ পয়েন্ট), লাস পালমাস (৩৫ ম্যাচে ৩২ পয়েন্ট) ও ভায়াদোলিদ (৩৫ ম্যাচে ১৬ পয়েন্ট)। অর্থাৎ, আপাতত এই তিনটি দল অবনমনের আওতায় রয়েছে। সেভিয়া যদি শেষ তিন ম্যাচে খারাপ পারফর্ম্যান্স জারি রাখে, তবে তারা অবনমনের আওতায় পড়তে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।