✅ আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে পরে ইঙ্গিত দেন যে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দরজা খোলা রেখেছেন। অর্থাৎ, দরকার পড়লে অজি নির্বাচকরা যদি কড়া নাড়েন, তাহলে অবসর ভেঙে দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে পারেন ডেভিড।
🤡স্বাভাবিকভাবেই ক্রিকেটমহলে ঔৎসুক্য দেখা দেয় যে, ওয়ার্নার কি তাহলে অবসর ভেঙে ফের মাঠে নামবেন অস্ট্রেলিয়ার হয়ে? সেই সম্ভাবনা আদৌ রয়েছে কিনা, তা স্পষ্ট করে দেন জর্জ বেইলি। অস্ট্রেলিয়ার নির্বাচকপ্রধান এক্ষেত্রে জানিয়ে দেন, ওয়ার্নারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার সম্ভাবনা রয়েছে কিনা।
🦄যদিও বেইলির জবাব খুশি করবে না ওয়ার্নারের অনুরাগীদের। কেননা, অজি নির্বাচক এক্ষেত্রে স্পষ্ট করে দেন যে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ওয়ার্নারের দিকে ফিরে তাকানোর কোনও ভাবনা-চিন্তা নেই তাঁদের। বেইলি বলেন, ‘আমরা যেটা বুঝি, ডেভিড অবসর নিয়েছে এবং তিন ফর্ম্যাটজুড়ে নিজের দুর্দান্ত কেরিয়ারের জন্য ওর গর্বিত হওয়া উচিত।’
🙈বেইলি পরক্ষণেই ইঙ্গিত দেন যে, ওয়ার্নার সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরে আসা নিয়ে মজা করেছেন। তাঁর কথায়, ‘আপনি বুঝতেও পারবেন না বুল কখন মজা করে। ধরে নিন ও একটু বাজিয়ে দেখছে। এই মুহূর্তে তিন ফর্ম্যাটে ওর যথাযথ বদলি খোজা চ্যালেঞ্জিং হতে চলেছে।’
꧅ওয়ার্নার বছরের শুরুতেই পাকিস্তানের বিরুদ্ধে সিডনি টেস্টের পরে লাল বলের ক্রিকেটকে বিদায় জানান। তিনি গত ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের পরে অবসর নেন ৫০ ওভারের ক্রিকেট থেকে। শেষে গত টি-২০ বিশ্বকাপের পরে ২০ ওভারের ক্রিকেটেও দেশের জার্সি চিরতরে তুলে রাখার কথা জানিয়ে দেন ডেভিড।
💞আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া টি-২০ ক্রিকেট চালিয়ে যাবেন ওয়ার্নার। তিনি অস্ট্রেলিয়ার হয়ে মোট ১১২টি টেস্টে মাঠে নেমেছেন। ২০৫টি ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন সাকুল্যে ৮৭৮৬ রান। সেঞ্চুরি করেছেন ২৬টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৩৭টি। টেস্টে ৪টি উইকেটও নিয়েছেন ডেভিড।
🐭আরও পড়ুন:- UEFA Euro 2024: ইউরো কাপে সর্বোচ্চ গোল একসঙ্গে ৬ জনের, দেখে নিন তালিকা
🔯ওয়ার্নার ১৬১টি ওয়ান ডে ও ১১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নামেন। ওয়ান ডে ক্রিকেটে ওয়ার্নারের সংগ্রহ সাকুল্যে ৬৯৩২ রান। তিনি ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ২২টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ-সেঞ্চুরি করেছেন। ডেভিড আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩২৭৭ রান সংগ্রহ করেছেন। শতরান করেছেন ১টি। অর্ধশতরান করেছেন ২৮টি। অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচিত হন ডেভিড ওয়ার্নার।