সাড়ে তিন দশক পরে ভারতের মাটিতে টেস্ট জিতে নিউজিল্যান্ডের ছেলেরা যেদিন নতুন অধ্যায় রচনা করে, ঠিক সেদিনই আরও বড় ইতিহাস গড়ার হাতছানি রয়েছে নিউজ💮িল্যান্ডের মহিলা ক্রিকেট দলের সামনে। প্রথমবার মেয়েদের টি-২০ বিশ্বকাপ জয়ের হাতছানি রয়েছে হোয়াইট ফার্নসদের সামনে।
এমনটা নয় যে, এর আগে মেয়েদের টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলার অভিজ্ঞতা নেই নিউজিল্যান্ডের। বরং এর আগে আরও ২ বার তারা মহিলা টি-২০ বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে জায়গা করে নিয়েছিল। তবে সেই দু'বারই রানার্স হয়ඣে সন্তুষ্ট থাকতে হয় তাদ✨ের।
২০০৯ সালের মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড হেরে যায় ইংল্যান্ডের কাছে। ২০১০ সালের মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় নিউজিল্যান্ড। ১৪ বছর পরে ফের মহিলা টি-২০ বিশ্বকাপের খেতাবি লড়াইয়🍷ে জায়গা করে নেয় হোয়াইট ফার্নসরা। তৃতীয় প্রচেষ্টায় ট্রফি হাতে তুলতে মরিয়া সোফি ডিভাইনরা।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এই নিয়ে পরপর ২ বার মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে। ২০২৩♉ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স হয় তারা। এবার দ্বিতীয় প্রচেষ্টায় ট্রফি হাতে তোলার সুযোগ রয়েছে দক্ষিণ আফ্꧒রিকার সামনে। তবে একটা বিষয় স্পষ্ট যে, রবিবার যারাই চ্যাম্পিয়ন হোক না কেন, মেয়েদের টি-২০'তে নতুন বিশ্বচ্যাম্পিয়ন পাবে ক্রিকেট বিশ্ব।
নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি সাক্ষাতের ইতিহাস
মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আধিপত্য দেখিয়েছে নিউজিল্যান্ড। যদিও সাম্প্রতিক সময়ে পালটা লড়াই ফিরিয়ে দিতে দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। মেয়েদের আন্তর্জাতিক টি-২০ 🌜ক্র🍌িকেটে দু'দল মোট ১৬ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। ১১টি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। মোটে ৪টি ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
দু'দলের মধ্যে অনুষ্ঠিত হওয়া শেষ ৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ২টি ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকাও জি🌳তেছে ২টি। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। সুতরাং,▨ সাম্প্রতি লড়াইয়ে ইতিহাসে তাকালে এটা বলতেই হয় যে, রবিবারের বিশ্বকাপ ফাইনালে লড়াই হবে সেয়ানে সেয়ানে।
কোন পথে ফাইনালে নিউজিল্যান্ড
১. এ-গ্রুপের প্রথম ম্যাচে ভারতকে ৫৮ রানে হারিয়ে দেয়।২. এ-গ্রুপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬০ রানে হেরে যায়।৩. এ-গ্রুপের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দেয়।৪. এ-গ্রুপের চতুর্থ ম্যাচে পাকিস্তানকে ৫৪ রানে পরাজিত করে।৫. সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিকে ৮ রানে হারিয়ে দেয়।
কোন পথে ফাইনালে দক্ষিণ আফ্রিকা
১. বি-গ্রুপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়ে দেয়।২. বি-গ্রুপের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে যায়।৩. বি-গ্রুপের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৮০ রানে হারিয়ে দেয়।৪. বি-গ্রুপের চতুর্থ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করে।৫. সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে দে💃য়।