বিদেশি কোচের খোঁজ না পেয়ে আপাতত পাকিস্তানের দুই প্রাক্তনীকেই অন্তর্বর্তীকালীন কোচ এবং সহকারী কোচের দায়িত্ব দিল পিসিবি। এই মাসের শেষের দিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। আর সেই সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড যথাক্রমে মহম্মদ ইউসুফ এবং আব্দুল রাজ্জাককে অন্ত🐠র্বর্তীকালীন প্রধান কোচ এবং সহকারী কোচ হিসেবে মনোনীত করেছে।
আন্তর্জাতিক কোচ গ্যারি কার্স্টেন এবং জেসন গিলেস্পির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির জন্য আলোচনা এখনও অব্যাহত। তাই আপাতত নিজেদের দেশের প্রাক্তনীদের উপরেই ভরসা রাখল পাকিস্তান কౠ্রিকেট বোဣর্ড।
আরও পড়ুন: আপনি পরের ডিফেন্স মিন🔯িস্টার হবেন! নিজের স্ট্রাইকরেট নিয়ে দলের মধ্যেই মস্করায় মাতলেন রাহুল- ভিডি𒊎য়ো
গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের প্রধান কোচের পদ খালি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে কোচের কাজ সামলেছিলেন টিম ডিরেক্টর পদে নিযুক্ত হওয়া মহম্মদ হাফিজ। গত মাসে হাফিজকেও সরিয়ে দিয়েছে নতুন চেয়ারম্যান মহসিন নাকভির নেতৃত্বাধীন পিসিবি। এরই মধ্যে কোচ খোঁজাখুঁজি শুরু করেছে বোর্ড। টেস্টের জন্য অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পি আর ওয়ানডে এবং টি২০-এর জন্য দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেনের সঙ্গে🐬 আলোচনাও অনেক দূর গড়িয়েছে।
আরও পড়ুন: কোথায় ঝামেল📖া? দূরত্বই বা কোথায়? রোহিত-হার্দিকের সৌহার্দ্যের ভিডিয়ো ভাইরাল
যদিও গিলেস্পি রেড-বল ফরম্যাটের প্রধান কোচের দায়িত্ব নিতে রাজি হয়েছেন, তবে বোর্ডের অভ্যন্তরে একটি নির্ভরযোগ্য সূত্র মরফৎ জানা গিয়েছে যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্যস্ত সময়সূচির কারণে কার্স্টেনের সঙ্গে আলোচনা এখনও শেষ হয়নি। সেই সূত্রের দাবি, ‘গিলেস্পি তাঁর পারিশ্রমিক এবং পাকিস্তানে বেশ কিছু দিন🔴ের জন্য উপস্থিতি সম্পর্কিত কিছু শর্তের সঙ্গে সম্মতি দিয়েছেন।’ চবে সব কিছু পরিকল্পনা অনুযায়ী হলে, সাদা বলের ফরম্যাটের নতুন কোচ হবেন কার্স্টেন।
আরও পড়ুন: ব্যাটাররা হতাশ করেছে- নিজে ১৯ রানে বোলꦇ্ড হয়ে, হারের জন্য ব্যাটিং লাইন-আপকেই দুষলেন শুভমন
সূত্রটি জানিয়েছে, যেহেতু নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ ১৮ এপ্রিল থেকে শুরু হবে, তাই বোর্ড ইউসুফ এবং রজ﷽্জাককে দলের কোচিংয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বোলিং কোচ, উমর গুল এবং সইদ আজমলের ভবিষ্যত নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই দু'জনকে আপাতত নিউজিল্যান্ড♎ সিরিজে একই দায়িত্বে রেখে দেওয়া হতে পারে। প্রসঙ্গত, ইউসুফ ও রজ্জাক দু'জনেই বোর্ডের নতুন নির্বাচক কমিটির সদস্য। ইউসুফ অবশ্য পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্বেও আছেন।