ছয় বছর পরে অস্ট্রেলিয়ায় টেস্ট সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। যে পার্থের অপ্টাস স্টেডিয়ামে বিরাট ২০১৮ সালে শতরান করেছিলেন, সেখানেই ২০২৪ সালে শতরান হাঁকালেন। যা অস্ট্🍒রেলিয়ার মাটিতে তাঁর সপ্তম টেস্ট শতরান। আর সব ফর্ম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ায় ১২ নম্বর সেঞ্চুরি করে ফেললেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা। আর সেই সেঞ্চুরিটা হল রাজকীয়ভাবে। শেষ ৩০ রান করলেন ১৯ বলে। আর সেই শতরানের পরই গ্যালারিতে বসে থাকা স্ত্রী অনুষ্কা শর্মাকে ‘ফ্লাইং কিস’ ছুড়লেন। যে দৃশ্যটা অস্ট্রেলিয়া এই প্রথমবার দেখল না। ২০১৪ সাল থেকে টেস্টে দেখে আসছে। ২০২৪ সালের প্রথম টেস্টেই সেই পুরনো দৃশ্য ফিরিয়ে আনলেন ‘কিং কোহলি’।💦
অনুষ্কার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বিরাটের
আর তারপরই অনুষ্কাকে উৎসর্গ করলেন সেই শতরান। মার্নাস ল্যাবুশানের বলে চার মেরে বিরাট সেঞ্চুরি করার পরেই ভারতের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেন অধিনায়ক জসপ্রীত বুমরাহ। তারপর মাঠ থে♛কে বেরোনোর সময় বিরাট বলেন, ‘প্রতিটা মুহূর্তে অনুষ্কা আমার পাশে ছিল। মাঠের বাইরে কী কী হয়, তার সবটা ও জানে। যখন অতটাও𒈔 ভালো খেলতে না পারেন, তখন মানসিকতা কী থাকে, সেটাও ও জানে। ক্রিজে নিজেকে জমাট করে নিয়েও (অনেক সময় ভুল) করে থাকেন।’
‘অকারণে দলে জায়গা আঁকড়ে থাকার লোক নই আমি’
আর সেটার জন্য যেভাবে দলের ‘ভার’ বলে দাগিয়ে দিচ্ছেন অনেকে, তাঁদের সপাটে জবাব দিয়েছেন ♛বিরা𓆏ট। তিনি বলেন, ‘আমি শুধুমাত্র দলের জন্য অবদান রাখতে চেয়েছিলাম। শুধু-শুধু দলে নিজের জায়গা আঁকড়ে রাখতে চাই না আমি। দেশের হয়ে ভালো খেলতে পারলে গর্বিত বোধ করি। (আজ শতরান করে) দারুণ লাগছে। বিশেষত ও (অনুষ্কা) এখানে আছে বলে ব্যাপারটা আরও স্পেশাল হয়ে উঠেছে।’
প্রিয় ‘শিকারের’ জায়গায় ‘শিকারী’ বিরাট
আর বিরাট যে দেশের জন্য রান করতে পেরে বা অবদান রাখতে পারে কতটা গর্ববোধ করেন, সেটা কারও অজানা ছিল। বিশেষত ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থতার পরে তাঁকে বাদ দেওয়ার দাবি উঠতে থাকে একটি মহল থেকে। কানাঘুষো শুরু হয়েছিল যে অস্ট্রেলিয়া টেস্ট স꧋িরিজের পরে কি বিরাটকে দল থেকে বাদ দেওয়া হবে?
নিশ্চিতভাবে সেইসব কথাবার্তা, আলোচনা কানে আসছিল বিরাটের। আর সেই কথাবার্তার জবাব দেওয়ার জন্য নিজের প্রিয় 'শিকারের এলাকা' অস্ট্রেলিয়াকে বেছে নিলেন। পার্থে 🗹প্রথম ইনিংসে ফ্রন্টফুটে খেলে আউট হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ইনিংসে ১৪৩ বলে অপরাজিত ১০০ রান করলেন। মারেন আটটি চার এবং দুটি ছক্কা।
১ বছর ৪ মাস ৪ দিন পরে টেস্টে শতরান বিরাটের
সেটা টেস্টেﷺ বিরাটের ৩০ তম শতরান। আর সেই ৩০ তম শতরানের জন্য বিরাটকে অপেক্ষা করতে হল এক বছর চার মাস চার দিন। আর অপেক্ষার পরে যেখানে ৩০ তম টেস্ট শতরানটা এল, সেটার থে🐼কে ভালো আর কি হতে পারে!