🀅 বৃষ্টির জন্য ভারত-নিউজিল্যান্ড বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনের খেলা ভেস্তে যায়। ম্যাচ ছোট হয়ে দাঁড়ায় চার দিনে। যদিও সেই চার দিনেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। অবশ্য ভারতের অনুকূলে নয়, বরং চার দিনেই বেঙ্গালুরু টেস্ট জিতে যায় নিউজিল্যান্ড এবং তারা ৩ ম্যাচের সিরিজে ১-০ লিড নেয়।
⛎ বেঙ্গালুরু টেস্টে আবহাওয়ার বড় প্রভাব পড়ে। একটানা বৃষ্টিতে দীর্ঘ সময় ধরে পিচ ঢাকা দেওয়া ছিল। তার উপর ম্যাচ শুরুর সময় আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। পিচ ও পরিবেশ-পরিস্থিতি থেকে প্রাথমিক সুবিধা কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের পেসাররা ভারতকে প্রথম ইনিংসে অল-আউট করে দেয় মাত্র ৪৬ রানে। দ্বিতীয় ইনিংসে দাপুটে ব্যাটিং করেও সেই ধাক্কা সামলে ওঠা সম্ভব হয়নি রোহিত শর্মাদের পক্ষে।
🧸 এখন ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের আগে ফের চর্চায় আবহাওয়া। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে পুণের আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি হবে কিনা, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কিনা, প্রভৃতি বিষয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তৈরি হওয়াই অবশ্য স্বাভাবিক। কেননা ভারতীয় সমর্থকরা চান না বেঙ্গালুরু টেস্টের মতো পরিস্থিতি তৈরি হোক পুনরায়।
꧋ এক্ষেত্রে ক্রিকেটপ্রেমীরা আশ্বস্ত হতে পারেন এটা জেনে যে, বৃহস্পতিবার অর্থাৎ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে পুণেতে বৃষ্টির সম্ভাবনা সামান্যই। দিনের বেশিরভাগ সময় আবহাওয়া ম্যাচে বিঘ্ন ঘটাবে না বলেই পূর্বাভাস রয়েছে। যদিও ম্যাচের গতিপ্রকৃতিতে আবওয়াওয়ার প্রভাব পড়তে পারে। কেননা আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে পুরোদস্তুর। সারা দিনে মেঘ ও রোদের খেলা চলবে।
ꦰ ম্যাচের শুরুর দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন। তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মতো। সুতরাং, পুণে টেস্টের প্রথম দিনের খেলা নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি।
🍌 উল্লেখ্য, বৃহস্পতিবার অর্থাৎ, ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। ১ নভেম্বর থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ।
𝕴 বেঙ্গালুরুর প্রথম টেস্টে ভারতকে ৮ উইকেটে পরাজিত করে নিউজিল্যান্ড। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। যদিও তারা মাত্র ৪৬ রানে প্রথম ইনিংস শেষ করে। পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে তোলে ৪০২ রান।
♏ প্রথম ইনিংসের নিরিখে ৩৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে ভারত। তারা দ্বিতীয় ইনিংসে ৪৬২ রানে অল-আউট হয়। নিউজিল্যান্ড শেষ ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১১০ রান তুলে ম্যাচ জিতে যায়।