বাংলা নিউজ > ক্রিকেট > Rajat Patidar to lead RCB in IPL 2025: এটি বড় দায়িত্ব… রজত অধিনায়ক হওয়ার পর মুখ খুললেন কোহলি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক পদে ফের বিরাট কোহলির ফেরার সম্ভাবনা নিয়ে জোরালো আলোচনা চলছিল। কিন্তু সব জল্পনা মিথ্যে করে, আরসিবি বেছে নেয় নতুন অধিনায়ক। ২০২৫ আইপিএলের অনেক আগেই আরসিবি অধিনায়ক হিসাবে রজত পতিদারের নাম ঘোষণা করে।