๊ শুভব্রত মুখার্জি: বাবা বলিউডের প্রখ্যাত সিনেমা পরিচালক। তিনি বিধু বিনোদ চোপড়া। সম্প্রতি তাঁর ছবি 'টুয়েলভথ ফেল' একেবারে হইচই ফেলে দিয়েছে। সুপার ডুপার হিট হয়েছে এই ছবি। এবার বাবার মতোই একেবারে বাজিমাত করলেন তাঁর পুত্র অগ্নি চোপড়া। তবে তিনি কিন্তু রুপোলি পর্দাতে নয়,বাজিমাত করলেন ২২ গজে। ২২ গজে অভিষেকেই বাজিমাত করেছেন তিনি। রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছে অগ্নি চোপড়ার। আর অভিষেক ম্যাচেই হাঁকিয়েছেন এক অনবদ্য শতরান। আর এই শতরান হাঁকিয়েই হইচই ফেলে দিয়েছেন অগ্নি।
✃মিজোরামের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছে অগ্নির। সিকিমের বিরুদ্ধে প্রথম রঞ্জি ম্যাচ খেলছেন তিনি। আর প্রথম ম্যাচেই অনবদ্য এক শতরানের ইনিংস উপহার দিয়েছেন তিনি। মাত্র ১৭৯ বলে করেছেন ১৬৬ রান। ম্যাচের প্রথম ইনিংসেই এই শতরানের ইনিংস খেলেছেন তিনি। এখানেই শেষ নয় দ্বিতীয় ইনিংসেও দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স বজায় রেখেছেন তিনি। মাত্র ৭৪ বল খেলে করেছেন ৯২ রান। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে তিনি হাঁকিয়েছেন ৩০টি চার এবং আটটি ছয়। তবে অগ্নির দারুণ পারফরম্যান্সের পরেও ম্যাচ জিততে পারেনি মিজোরাম। তাদেরকে চার উইকেটে হারিয়ে দিয়েছে সিকিম।
🌺প্রসঙ্গত আমেরিকার মিচিগান প্রদেশে জন্ম অগ্নির। ক্রিকেট কেরিয়ার শুরু মুম্বইয়ের হয়েই। জুনিয়র পর্যায়ে তিনি মুম্বইয়ের হয়ে খেলেছেন। এরপর রঞ্জি খেলতে তিনি মিজোরামে চলে আসেন।তারপর তাদের হয়েই রঞ্জিতে অভিষেক হল তাঁর। ২০২৩ সালের অক্টোবরে মিজোরামের হয়ে অভিষেক হয়েছিল অগ্নির। তিনি সেবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছিলেন মিজোরামের হয়ে। চন্ডীগড়ের বিরুদ্ধে ম্যাচে অভিষেক হয়েছিল তাঁর। লিস্ট-এ ম্যাচে তাঁর অভিষেক হয়েছিল এক মাস বাদে। চন্ডীগড়ের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচে অভিষেক হয়েছিল তাঁর। সেই ম্যাচে তিনি করেছিলেন ১৫ রান। আর রঞ্জি অভিষেকেই সিকিমের বিরুদ্ধে গুজরাতের গোকুলভাই সোমাভাই প্যাটেল স্টেডিয়ামে করলেন এক অনবদ্য শতরান। সিকিম প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৪২ রান করে। জবাবে মাত্র ২১৪ রানে অলআউট হয়ে যায় মিজোরাম। যার মধ্যে রয়েছে অগ্নির অনবদ্য শতরানের ইনিংস। বলা যায় দলের ৭৫ শতাংশ রান ওই ইনিংসে আসে অগ্নি চোপড়ার ব্যাট থেকেই।