আইপিএল ২০২৫-এর মেগা নিলামে বাকিদের সঙ্গে লড়াই ঝগড়া করে মোটা অঙ্কের টাকা খরচ করে লিয়াম লিভিংস্টোনকে দলে নেয় আরসিবি। ব্রিটিশ তারꦍকার পিছনে বিনিয়োগ করে যে ভুল করেনি বেঙ্গালুরু,ꦓ সেটা প্রমাণ হয়ে গেল নিলামের মাঝেই। সোমবার মেগা নিলামের শেষে দিনে আবু ধাবি টি-১০ লিগে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে লিভিংস্টোন বুঝিয়ে দিলেন, আরসিবি মোটেও ভুল লোককে দলে নেয়নি।
সোমবার জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আবু ধাবি টি-১০ লিগের ১৮তম ম🍸্যাচে সম্মুখসমরে নামে রোভম্যান পাওয়েলের দিল্লি বুলস ও শাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে দিল্লি বুলস। তারা নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে🎃র বিনিময়ে ১২৩ রান সংগ্রহ করে।
৮ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১৬ বলে ৪৭ রানের মারাকাটারি ইনিংস খেলেন নিখিল চৌধরী। তি🌞নি ৭টি চার ও ২টি ছক্কা মারেন। ৬টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২৭ রান করেন জেমস ভিনস। ক্যাপ্টেন পাওয়েল ৭ বলে ১৭ রান করেন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। শাদব খান ১টি বাউন্ডারির সাহায্যꦕে ১০ বলে ১০ রানের ঠুকঠুকে ইনিংস খেলেন।
বাংলা টাইগার্সের হয়ে ডেভিড পাইন ২ ওভারে ৮ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। ২ ওভারে ২০ রান খরচ করে ২টি উইকেট নেন জোশ লিটল। রশিদ খান ২ ওভারে ৪ রান খরচ করে ১টি উইকেট নেন। শাকিব ১ ওভারে ২৫ রান খরচ করেন।☂ কোনও উইকেট পাননি তিনি।
আবু ধাবি টি-১০ ২০২৪-এর দ্রুততম হাফ-সেঞ্চুরি লিভিংস্টোনের
পালটা ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স ৯.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১২৪ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে বাংলা টাইগার্স। লিয়াম লিভিংস্টোন মাত্র ১৫ বলে ৫০ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে অপরাজিত থাকেন। এমন আগ্রাসী ইনিংসের পথে তিনি ৩টি চার ও ৫টি ছক্কা মারেন। এবারের আবু ধা🍸বি টি-১০ লিগে এটি দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড।
১৪ বলে ৩৩ রান করেন দাসুন শানাকা। তিনি ২টি চার ও ৩টি ছ♒ক্কা মারেন। ২০ বলে ২৪ রান করেন হজরতউল্লাহ জাজাই। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। দিল্লি বুলসের হয়ে ১টি করে উইকেট নেন শাদব খান ও শাহিদ ভুট্ট।
মোটা টাকায় লিভিংস্টোনকে দলে নেয় আরসিবি
সঙ্গত কারণেই ম্যাচ জেতানো ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন লিয়াম লিভিংস্টোন। উল্লেখ্য, এবার আইপিএঅলের মেগা নিলাম থেকে লিয়াম লিভিংস্টোনকে ৮ কোটি ৭৫ লক্ষ😼 টাকার বিনিময়ে দলে নেয় রয়্যাস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।