আইপিএল ২০২৫-এর আগে দিল্লি ক্যাপিটালসে রীতিমতো বদলের হাওয়া। ছেঁটে ফেলা হয়েছে হেড কোচকে। টিম ম্যানেজমেন্টে বদল হচ্ছে বড়সড়। এবার নতুন মরশুম শুরুর আগে আরও একটি বড় সিদ্ধান্ত নিতে পারে ক্যাপিটালস। তারা বদলে ফেলতে পারে ক্য✱াপ্টেন। এমন সম্ভাবনা উঁকি দিচ্ছে পুরোদস্তুর।
এক নির্ভরযোগ্য সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে এমন সম্ভাবনার কথা জানান। তিনি বলেন যে, ‘হ্যাঁ, দিল্লি ক্যাপিটালস নতুন ক্যাপ্টেন খুঁজে নিতে পারে।’ দিল্লির নতুন ক্যাপ্টেন কে হতে পারেন, ইঙ্গিত মিলছে সেই বিষয়েও। সংশ্লিষ্ট সূত্রই জানান যে, অভিজ্ঞ অল-রাউন্ꦍডার অক্ষর প্যাটেলের হাতে উঠতে পারে নেতৃত্বের ব্যাটন।
তাঁর কথায়, ‘এমন সম্ভাবনা রয়েছে যে, ভারতীয় অল-রাউন্ডার অক্ষর প্যাটেল দিল্লির নতুন আইপিএল ক্যাপ্টে🀅ন হতে পারেন। অথবা ফ্র্যাঞ্চাইজি আইপিএল নিলাম থেকে ক্যাপ্টেন হতে পারেন, এমন কাউকে খুঁজে নিতে পারে।’
দিল্লি কি তবে ছেড়ে দেবে পন্তকে
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, তবে কি দﷺিল্লি স্কোয়াড থেকে ছেড়ে দেবে ঋষভ পন্তকে। ক'দিন আগেই পন্ত মজার ছলে সোশ্যাল মিডি﷽য়ায় পোস্ট করে অনুরাগীদের রায় জানতে চান যে, তিনি নিলামে নাম দিলে কত টাকা পেতে পারেন। সুতরাং, দুইয়ে দুইয়ে চার করে নেওয়ার প্রবণতাও চোখে পড়ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
তবে এক্ষেত্রে তেমন কোনও সম্ভাবনা নেই বলে🐻ই জানা যাচ্ছে। কেননা দিল্লি তাদের প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে রিটেন করতে চলেছে ঋষভ পন্তকে।
তাহলে পন্তকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর ভাবনা কেন
আসলে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির🦹 মনে হয়েছে যে, চাপহীনভাবে খেলতে নামলে ডাকাবুকো পন্তের কাছ থেকে সেরাটা পাওয়া যেতে পারে। নেতৃত্বের বোঝা ঘাড়ে নিয়ে নামলে পন্তের ব্যক্তিগত পারফর🦄্ম্যান্সে প্রভাব পড়ে। সেই কারণেই ঋষভের চাপ কমাতে তাঁর হাত থেকে নেতৃত্বের ব্যাটন সরিয়ে নিতে চাইছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি।
দিল্লি ক্যাপিটালস শেষবার আইপিএলের প্লে-অফে পৌঁছয় ২০২১ সালে। ক্যাপিটালস এখনও পর্যন্ত একবারও আইপিএলের খেতাব জিততে পারেনি। টুর্নামেন্টে তাদের সেরা পারফর্ম্যান্স আসে ২০২০ সালে। সেবার শ্রেয়স আইয়ারের নেতৃ﷽ত্বে দিল্লি 💙আইপিএলের ফাইনালে ওঠে।