রোহিত শর্মার ফিটনেস নিয়ে নানা সময়ে নানা প্রশ্নღ উঠে থাকে। তাঁকে আনফিট ক্রিকেটারের তকমাও পেতে হয়েছে। বারবার তাঁকে এই নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। এবার তো তাঁর ভুঁড়ির ছবি ক্যামেরায় ধরা পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে♊ছে।
রোহিতের ভুঁড়ি নিয়ে চাঞ্চল্য
শনিবার যখন ভারত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল, তখনই রোহিতের ভুঁড়ির ছবি ক্যামেরায় ধরা পড়ে। বেশ বড়সড় ধরনের নাদুস ভুঁড়ি দেখা গিয়েছে রোহিতের। অত্যন্ত অদ্ভূত বেঢপ লাগছিল। যে ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। যেখানে ফিটনেসকে ভারতীয় দল বাডಞ়তি গুরুত্ব দেয়, সেই দলের অধিনায়ক হয়েও কী করে রোহিতের এমন ভুঁড়ি থাকত🐓ে পারে?
আরও পড়ুন: ওডিআই বিশ্বকাপে সেমির থেকে এক ধাপ দূরে ছিলাম- T20 World Cup-এ নতুন লক্ষ্য নিয়ে বড় দাবꦫি রশিদের
আসল ঘটনাটা কিন্তু অন্য
বেঢপ ভুঁড়ি সহ রোহিতღ শর্মার যে ছবি ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়, সেগুলি সবই জাল ছবি। ছবিগুলো মর্ফ করা♔ হয়েছে। জানা গিয়েছে, এই ছবিগুলি এডিট করে ভাইরাল করেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই দাবি করেছেন, পাকিস্তানের সমর্থকেরা এই ধরনের কারচুপি করেছেন। যা নিয়ে ঝড় উঠেছে। তবে বেশির ভাগ ভক্ত ভারতীয় অধিনায়কের সমর্থনে রয়েছেন। তাঁরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন
এদিকে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারতের একাধিক ক্রিকেটারকে অপরিচিত পজিশনে নামতে দেখা গিয়েছে। যেমন ওপেন করেছেন সঞ্জু স্যামসন। তিনে নেমেছেন ঋষভ পন্ত। এর কারণ হিসেবে রোহিত জানিয়েছেন, তাঁদের ব্যাটিং লাইন আপ এখনও তৈরিই হয়নি। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদඣ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। তার চার-পাঁচ দিন আগেও যদি ব্যাটিং লাইন আপ তৈরি না হয়, তাহলে সেই দলের কী হাল হতে পারে!
আরও পড়ুন: আমি বিশ্বকাপ দেখতেই চাই না, যখ🥃ন খেলব… অভিমানের সুর RR তার🧸কা রিয়ান পরাগের গলায়?
তবে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের পর রোহিত জানিয়েছেন, ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগে, তিনি চেয়েছিলেন, বাংলাদেশের বিরুদ্ধে যত বেশি সংখ্যক ক্রিকেটারকে খেলার সুযোগ করে দিতে। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘আমরা বেশি সংখ্যক ছেলেকে খেলার সুযোগ দিতে চেয়েছিলাম। বিশ্বকাপে আ💧মাদের ব্যাটিং লাইন আপ কেমন হবে, তা এখনও ঠিক করিনি। তাই চেয়েছিলাম ছেলেরা ২২ গজে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাক। এই মাঠেই আমাদের খেলতে হবে। তাই এখানকার সব কিছুর সঙ্গে সকলের মানিয়ে নেওয়া দরকার।’
আরও পড়ুন: IPL-এ কোহলি যেভাবে ব্যাটিং করেছে, ত﷽াতে ওরই ওপেন করা উচিত- পালটি খেয়ে দাবি গাভাসকরের
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘সব কিছু যে ভাবে হয়েছে, তাতে আমি খুশি। আমরা যেগুলো করতে চেয়েছিলাম, সেগুলো করতে পেরেছি। এখানকার আবহাওয়া, পিচ সব কিছুর সঙ্গে প্রতিযোগিতা শুরু আগে অভ্যস্ত হয়ে ওঠাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এখানে স্টেডিয়াম, মাঠ সব কিছুই নতুন। ড্রপ ইন পিচে খেলা হচ্ছে। সে জন্যই সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া দরকার ছিল। আমার মনে হয় প্🅺রস্তুতি ম্যাচে সব কিছুই আমরা ভালো ভাবে সামলাতে পেরেছি।’