IPL ২০২৫-এর মেগা অকশনের আগে কলকাতা নাইট রাইডার্স (KKR) তাদের অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ছেড়ে দিতে পারে। সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী এবং আনক্যাপড ফাস্ট বোলার হর্ষিত রানা ফ্র্যাঞ্চাইজির ৪ জন ধরে রাখা খেলোয়াড় হতে চলেছেন। KKR-এর তরফে মিচেল স্টার্ককেও ধরে রাখার সম্ভাবনা কম, যাকে তারা IPL ২০২৪-এর নিলামে ২৪.৭৫ কোটি টাকার রেকর্ড মূল্যে কিনেছিল। স্টার্ক কোয়ালিফায়ার ১ এবং ফাইনালে KKR-এর জয়ের অন্যতম নায়ক। তিনি&nbs💃p;কোয়ালিফায়ারে ৩৪ রানে ৩ এবং ফাইনালে ১৪ রানে ২ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যদিও লিগ পর্বে খুব একটা দাগ কাটতে পারেননি এই অজি পেসার।
লোয়ার মিডল অর্ডারে বিস্ফোরক ব্যাটার রমনদীপ সিং-কে KKR দ্বিতীয় আনক্𒁃যাপড প্লেয়ার হিসেবে ধরে রাখবে এমন একটা সম্ভাবনাও রয়েছে। যদি তারা তা করে, তাহলে নিলামে তাদের কাছে শুধুমাত্র একটি রাইট টু ম্যাচ কার্ড ব্যবহারের বিকল্প থাকবে। সেক্ষত্রে তারা শুধুমাত্র আইয়ার, রাসেল বা স্টার্কের মধ্যে একজনকেই বাই ব্যাক করতে পারবে। ৩১ অক্টোবরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলিকে বোর্ডের কাছে তাদের রিটেন করা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে। এখনও পর্যন্ত KKR শিবিরের তরফে যা খবর পাওয়া যাচ্ছে তা হল- অধিনায়ক আইয়ার এবং রাসেলকে সম্ভবত ছেড়ে দেবে তারা। রাসেল ২০১৪ সাল থেকে তাদের সঙ্গে ছিলেন। অন্যদিকে আইয়ার ২০২২ সালের মেগা অকশনে KKR-র সবচেয়ে ব্যয়বহুল ক্রয় ছিল (১২.২৫ কোটি টাকা)। সেই সময় কলকাতা নাইট রাইডার্স নতুন অধিনায়কের সন্ধানে ছিল। ওই নিলামের আগে রাসেলকেও ১২ কোটি টাকায় রিটেন করা হয়েছিল।
২০১৪ সালের পর আইয়ারের নেতৃত্বেই IPL ২০২৪ চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। তিনি এবছর প্রায় ১৪৭ এর স্ট্রাইক ಌরেটে ৩৫১ রান করেছিলেন। যদি KKR তাঁকে ছেড়ে দেয় সেক্ষেত্রে বাকি ফ্র্যাঞ্চাইজি শ্রেয়সকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে। অন্যদিকে রাসেলরও বিরাট চাহিদা দেখা যেতে পারে। তিনি ২০২৪ IPL-এജ ১৮৫ স্ট্রাইক রেটে ২২২ রান করেছিলেন এবং ১৯ উইকেট নিয়েছিলেন, যার মধ্যে ৩টি IPL ফাইনালে এসেছিল। স্বভাবতই এরকম ম্যাচ উইনারকে নিজেদের দলে পেতে চাইবে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলি। রিটেন করা খেলোয়াড়দের মধ্যে নারিন, রিঙ্কু এবং বরুণ সকলেই গত কয়েক বছরে KKR-র হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নারিনকে ২০২২ সালে ৬ কোটি টাকার বিনিময়ে রিটেন করা হয়েছিল। এই বছর পারফরম্যান্সের দিক থেকে তিনি KKR-এর সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ছিলেন। নিয়েছিলেন ১৭টি উইকেট। ২০২০ সালে বরুন এই ফ্র্যাঞ্চাইজিতে যোগদান করেছিলেন এবং ২০২২ সালে ৮ কোটি টাকায় তাঁকে রিটেন করা হয়েছিল। গত ২ মরশুমে ৪১ উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে নিজের বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত রিঙ্কু সিং। সম্প্রতি ভারতের হয়েও তাঁর অভিষেক হয়েছে। হর্ষিত রানাও একজন KKR-এর গুরুত্বপূর্ণ সদস্য। বল হাতে এবছর দুরন্ত ছন্দে রয়েছেন।&🦩nbsp;ভারতের হয়ে অস্ট্রেলিয়া সফরের জন্যও ডাক পেয়েছেন তিনি।