শুভব্র﷽ত মুখার্জি: আসন্ন ওডিআই বিশ্বকাপ একেবারে অ্যাসিড টেস্ট হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেনের কাছে। ভারত প্রথম বার একক ভাবে যে বিশ্বকাপের আয়োজন করতে চলেছে, সেই বিশ্বকাপে যে ১০টি ভেন্যু ম্যাচগুলোর আয়োজন করবে তার মধ্যে অন্য🐓তম গুরুত্বপূর্ণ ভেন্যু এটি।এখানেই খেলা হবে একটা সেমিফাইনাল ম্যাচও । পাশাপাশি আরও চার চারটি বড় ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইডেন গার্ডেন। যার মধ্যে রয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ । সমস্ত ম্যাচ খুব ভালো ভাবে আয়োজন করতে বদ্ধপরিকর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অর্থাৎ সিএবি। আর সেই উদ্দেশ্যেই এবার ঘরের ছেলে প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিজ্ঞতা কাজে লাগাতেই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে তাদের তরফে।
বিশ্বকাপের পাঁচটি ম্যাচ সুষ্ঠু ভাবে আয়োজন করতে একটি কমিটি গঠন করেছে সিএবি। সেই কমিটিতে রাখা হয়েছে সৌরভকে। প্রাক্তন বিসিসিআই সভাপতির অভিজ্ঞতাকে কাজে লাগাতে মরিয়া সিএবি। বলা ভালো একটা সময়ে সিএবি সভাপতির দায়িত্🅷বও সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে ইডেন গার্ডেনেও ম্যাচ সুষ্ঠ ভাবে আয়োজনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আর সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে বৈতরণী পার করতে চাইছে দাদ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন সিএবি।
আরও পড়ুন: কোহলিক💫ে চারে নামালে ভারতের ক্ষতি- রবি শাস্ত্রীর থিয়োরি উড়িয়ে দিলেন আর এক প্রাক্তনী
এই মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অথবা সিএবির কোনও পদে নেই। আপাতত কুলিং পিরিয়ড কাটাচ্ছেন অন্যতম সফল ভারত অধিনায়ক। তবে বিশ্বকাপের জন্য সিএবির গঠিত কমিটিতে এবার দেখা যাবে তাঁকে। এই কমিটিতে সৌরভকে থাকার অনুরোধ করা হয়েছিল। যা খবর সেই অনুরোধ মেনে নিয়েছেন তিনি। কমিটিতে সৌরভের মতো অভিজ্ঞ প্রশাসক থাকলে সিএবিকে বাড়তি অক্সিজেনের যোগান পাবে, বৃদ্ধি পাবে তাদের মনোবল। এমনটাই ধারণা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ হতে পারে প্রাক্তন প্রশাসক সৌরভের মতামত। সিএবির তরফে বিশ্বকাপ উপলক্ষ্যে একটি ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ১২ সদস্যের কমিটিতে জায়গা করে নিয়েছেন প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট। ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বের চারটি ম্যাচ ছাড়া সেমিফাইনাল ম্যাচটিও খেলা হব🐬ে ইডেন গার্ডেনে। রয়েছে বা𝕴ংলাদেশ বনাম পাকিস্তান, পাকিস্তান বনাম ইংল্যান্ড, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মতন বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ।
১২ সদস্যের এই কমিটি সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেই গঠনের সিদ্ধান্ত হয়েছে। আয়োজক কমিটিতে থাকার ব্যাপারে সম্মতি জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে ২০১৬ ভারতে হয়েছিল টি-২০ বিশ্বকাপ। সেবারের ফাইনাল ম্যাচটি খেলা হয়েছিল ইডেন গার্ডেনে। সেই সময় সিএবির প্রেসিডেন্ট ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে সৌরভের অভিজ্ঞতা খুব কাজে আসতে পারে, সেকথা মাথাতে রেখেই বিশ্বকাপের কমিটিতে সৌরভকে রাখার সিদ্ধান্ত নেয় সিএবি। সৌরভ ছাড়াও ১২ জনের কমিটিতে রয়েছেন🌌 আর এক প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। ২০১৬ টি-২০ বিশ্বকাপের সময় সিএবির সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ফলে তাঁরও আইসিসি ইভেন্টের বড় ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা﷽ রয়েছে। যা কাজে লাগাতে চাইছে সিএবি।