শুভব্রত মুখার্জি: ২০২৩ চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপের বাকি ম্যাচগুলো খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন ভারতীয় পেসার উমেশ যাদব। ইংল্যান্ডের ডিভিশন ওয়ানের দল এসেক্সের হয়ে খেলার জন্য সই করেছেন উমেশ যাদব। ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য এই পেসার। লাল বলের ক্রিকেটে জাতীয় দ🎀লের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন তিনি। এসেক্সের হয়ে চলতি মরশুমে তিনটি ম্যাচ খেলবেন উমেশ। এসেক্সের বিদেশি রিক্রুট নিউজিল্যান্ডের ডাগ ব্রেসওয়েল চোট পাওয়ার পরেই তাঁর জায়গায় সই করেছেন উমেশ যাদব।
আরও পড়ুন: কোহলিকে চারে নামালে ভারতে🃏র ক্ষতি- রবি শাস্ত্রীর থিয়োরি উড়িয়ে দিল🙈েন আর এক প্রাক্তনী
এসেক্সের হয়ে চলতি মরশুমে দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে খেলবেন উমেশ যাদব। এছাড়াও এই দলে এই মরশুমে খেলছেন দক্ষিণ আফ্রিকার সাইমন হার♐্মার। উমেশ যাদবেরও এটা কাউন্টিতে দ্বিতীয় মরশুম হতে চলেছে। গত বছর ডিভিশন-টু-তে খেলেছেন তিনি। আগের মরশুমে মিডলসেক্সের হয়ে খেলেছিলেন। নিয়েছিলেন চারটি 🐓উইকেট। তবে গড় ছিল খুব খারাপ। চার উইকেট নিতে তাঁর গড় ছিল ৭১.৫০। তবে তিন ম্যাচ খেলার পরেই তিনি চোট পান। কোয়াড্রাইসেপসের চোটের কারণে তিনি আর খেলতে পারেননি। ওয়ানডে কাপে গ্লস্টারশায়ারের বিরুদ্ধে খেলার সময়ে এই চোট পান তিনি।
এই মরশুমে এসেক্সের যে তিনটি ম্যাচ বাকি রয়েছে তার মধ্যে ঘরের মাটিতে তারা খেলবে প্রথমে মিডলসেক্স এবং হ্যাম্পশায়ারের বিরুদ্ধে। নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধে তাদের রয়েছে অ্যাওয়ে ম্যাচ। নয়া চুক্তি সম্বন্ধে বলতে গিয়ে উমেশ যাদব দাবি করেন, ‘এসেক্সে যোগদান করে আমি অত্যন্ত খুশি এবং গর্বিত। আশা করছি দলের হয়ে গুরুত্বপূর্ণ𒈔 ভূমিকা আমি পালন করতে পারব। এই বছরে দলের সাফল্য যোগদান করাটাই আমার লক্ষ্য। গত মরশুমে ইংল্যান্ডে আমি মিডলসেক্সের হয়ে খেলেছি এবং উপভোগ করেছি। আবার ফিরে আসতে পেরে আমার ভালো লাগছে। এই পরি꧑বেশ পরিস্থিতিতে নিজেকে পরীক্ষা করতে আমি মুখিয়ে। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের মাঝেই আমি এই সুযোগের সদ্ব্যবহার করতে মুখিয়ে রয়েছি।’