শুভব্রত মুখার্জি: বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। বিরাট কোহলি, স্টিভ স্মিথ, বাবর আজম, জো রুটদের সঙ্গে তিনি লড়াই করছেন শ্রেষ্ঠত্বের। সবেমাত্র 🍬তৃতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। সে কথা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগেই জানিয়েছেন তিনি। স্ত্রী, সন্তানকে সঙ্গী করে একটি ছবিও পোস্ট করেছিলেন নিজের ইনস্টাগ্রামে। তারপরেই ২৯ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের হয়ে নেমে পড়েছেন, অংশগ্রহণ করেছেন অজিদের বিরুদ্ধে প্রথম টেস্টের লড়াইতে। ওয়েলিংটনে অনুষ্ঠিত এই টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে কোনও রান করতে পারেননি কেন উইলিয়ামসন। আর এদিন ১২ বছর বাদে অর্থাৎ প্রায় এ🉐ক দশকেরও বেশি সময় বাদে টেস্টে রান আউট হতে হল তাঁকে।
আরও পড়ুন… IND vs ENG: এক টেস্টে ৮ উইকেট নিতেই ই🐎ংরেজ স্পিনারক🦩ে নয়া অশ্বিন বলে দিলেন ভন!
ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ব্যাটিংয়ের সময়ে। অস্ট্রেলিয়ার হয়ে সেই সময়ে বল করছিলেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। নিজের ইনিংসে সবেমাত্র দ্বিতীয় বলটি খেলেন কেন উইলিয়ামসন। তখনও রান হয়নি তাঁর। হয়তো প্রথম রান পাওয়ার তাগিদেই করে ফেলেন একটু তাড়াহুড়া। আর তার ফলেই তাঁকে হারাতে হয় তাঁর উইকেটটি। কিউয়ি ইনিংসের পঞ্চম ওভারে তখন 🦩দলের রান সংখ্যা ১ উইকেটে ১২ রান। এই সময়ে স্টার্কের বল মিড অফ অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান নিতে যান কেন উইলিয়ামসন। তিনি বলের দিকে লক্ষ্য রাখায় খেয়াল করতে পারেননি উল্টোদিক থেকে দৌঁড়ে আসা তাঁর সতীর্থ উইল ইয়ংকে। দুজনের একে অপরের সঙ্গে সংঘর্ষ হয়ে যায়। আর সেই সুযোগটি কা☂জে লাগান মার্নাস ল্যাবুশান। তিনি মিড অফ অঞ্চল থেকে বল থ্রো করে রান আউট করে দেন কেন উইলিয়ামসনকে। ফলে ১২ বছরে টেস্ট কেরিয়ারে প্রথমবার রান আউট হয়ে শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরতে হয় কেন উইলিয়ামসনকে।
প্রসঙ্গত ওয়েলিংটন টেস্টে প্রথম ইনিংসে অজিরা ৩৮৩ রানে অলআউট হয়েছে। ম্যাট হেনরি নিয়েছেন পাঁচটি উইকেট। ক্যামেরুন গ্রিন অনবদ্য অপরাজিত ১৭৪ রানের একটি ইনিংস খেলেন। যার জবাবে প্রথম ইনিংসে𒁃 মাত্র ১৭৯ রানে অলআউট হয়েছে কিউয়িরা। তাদের হয়ে গ্লেন ফিলিপস গুরুত্বপূর্ণ ৭১ রান করেছেন। ম্যাট হেনরি করেছেন ৪২ রান। নাথান লিয়ন ৪৩ রান দিয়ে নিয়েছেন চারꦑটি উইকেট। দিনের শেষে ব্যাট করতে নেমে টিম সাউদির দাপুটে বোলিংয়ে দুটি উইকেট হারিয়েছে অজিরা। স্টিভ স্মিথ এবং মার্নাস ল্যাবুশানকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন সাউদি। ক্রিজে অপরাজিত রয়েছেন নৈশপ্রহরী নাথান লিয়ন এবং ওপেনার উসমান খোয়াজা।