নয় মাসের মধ্যে টিম ইন্ডিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পর, রোহিত শর্মা এখন আইপিএল ২০২৫-এ নিজেকে প্রমাণ করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি চালাচ্ছেন। মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত সম্প্রতি ছুটি কাটিয়ে দলে যোগ দিয়েছেন। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে𒁏 ম্যাচের হাত ধরে মুম্বইয়ꦜের টিম এবং রোহিত শর্মার ২০২৫ সালের আইপিএল অভিযান শুরু হবে।
আর সেই ম্যাচের আগে বিশেষ একটি গ্লাভস পরে অনুশীলনে ব্যাটিং ক𒉰রতে দেখা গিয়েছে রোহিতকে। এমন কী সিএসকে-র বিরুদ্ধে ম♌্যাচেও এই গ্লাভস পরেই ব্যাট করতে নামবেন হিটম্যান। রোহিতের এই গ্লাভসে লেখা রয়েছে ‘এসএআর’। কিন্তু এই ‘এসএআর’-এর মানেটা কি?
আরও পড়ুন: ২০০৮-তে ছিল ৪.৮ কোটি টাকা! এখন IPL-র প🌠ুরস্কার মূল্য শুনলে মাথা ঘুরে যাবে পুরো
২০২৪ আইপিএলের আগে মুম্বই ইন্ডিয়ান্স রোহিতের থেকে অধিনায়কত্ব কেড়ে নেয়। তারা বদলে হার্দিক পান্ডিয়াকে দলের ক্যাপ্টেন করেন। সেই সময়ে রোহিত এই বিষয়ে মুখে কিছু না বললেও, মারাত্মক হতাশ হয়ে পড়েছিলেন। এবং পুরো মরশুমে তাঁর সেই হতাশা তিনি গোপনও করার চেষ্টা করেননি। কিন্তু ২০২৪ এবং ২০২৫ 🌃আইপিএলের মধ্যে রোহিতের জীবনে অনেক বড় পরিবর্তন এসেছে। এবং সেটি হল, দু'টি আইপিএল মরশুমের মাঝে রোহিত দু'টি আইসিসি ট্রফি জয়ী ভারত অধিনায়ক হয়েছেন। শুধু ২২ গজেই নয়, ব্যক্তিগত জীবনেও আরও একটি ব🐬িশেষ পরিবর্তন ঘটেছে হিটম্যানের। আর সেটাই তাঁর গ্লাভসে দৃশ্যমান।
আরও পড়ুন: IPL 2025-এ🐻র 'প্রথম বলটাই' করলেন বিরাট! হতভম্বꦑ নেটপাড়া, আপনি দেখেছেন তো?
রোহিতের গ্লাভসে লেখা ‘SAR’- এর অর্থ
মুম্বই ইন্ডিয়ান্স সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মার একটি ভিডিয়ো পোস্ট করেছে, যাতে তাঁর নতুন গ্লাভসে ‘এসএআর’ লেখা রয়েছে। আসলে, ‘এসএআর’-এর অর্থ অন্য কিছুই নয়, তাঁর স্ত্রী এবং সন্তানদের নামের প্রথম অক্ষর। কন্যা সামাইরার ‘এস’, ছেলে আহানের ‘এ’ এবং স্ত্রী রিতিকার ‘আর’- নিলেই ‘এসএআর’। গত বছরের নভেম্বরে রোহিত দ্বিতীয় বার বাবা হয়েছেন। তাঁর স্ত্রী রিতিকা ছেলে আহানের জন্ম দিয়েছেন। আর পরিবারের প🐓্রতি এই ভালোবাসা, এরকম টান দেখে ভক্তরা খুশি। তাঁরা রোহিতের এই স্টাইলটি বেশ পছন্দ করেছেন।