আইপিএলের আর ঠিক বাকি রয়েছে ১০টি ম্যাচ। মঙ্গলবার ছিল এবারের আইপিএলে ৬৪তম ম্যাচ। কিন্তু সেই ম্যাচের পরেও নিজেদের স্থান সবার শীর্ষে বজায় রেখেছেন বিরাট কোহলি, জয়প্রীত বুমরাহ। দলের পারফরমেন্সের সঙ্গে তাঁদের ব্যক্তিগত পারফরমেন্সের যে কোনও মিল নেই, সেটা প্রথম ম্যাচ থেকেই প্রমাণ করে আসছিলেন বুমরাহ, কোহলিরা। লিগের প্রায় লাস্ট ল্যাপে এসেও তাঁদেরকে এখনও পাকাপাকিভাবে কেউ টপকাতে পারলেন না। গ্রুপ লিগের শেষ ম্যাচ পর্যন্ত নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া ভারতীয় দলের দুই সদস্যই। তবে রুতু♎রাজ যেমন অরেঞ্জ ক্যাপের দৌড়ে বিরাটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন, তেমন পঞ্জাবের হার্ষাল প্যাটেল রয়েছেন বুমরাহ ঠিক পিছনেই। বুধবারই বুমরাহ-র থেকে পার্পল ক্যাপ নিয়ে ফেলতে পারেন হার্ষাল।
আরও পড়ুন-🎉IPL 2024- ইমপ্যাক্ট প♌্লেয়ার ইস্যুতে রোহিতের বিপরীত মেরুতে শাস্ত্রী, বললেন মানিয়ে নিতে
দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের পর পয়েন্ট তালিকায় ওপরের দিকে যেমন খুব বড় কোনো পরিবর্তন আসেনি, তেমন বোলার, ব্যাটারদের সেরা পারফর্মারদের তালিকাতেও তেমন কোন বদল ঘটেনি। দিল্লি ক্যাপিটালসের দুই পেসার খলিল আহমেদ এবং মুকেশ কুমার আপাতত রয়েছে বোলারদের তালিকায় চতুর্থ এবং পঞ্চম স্থানে। লখনউ ম্যাচে একটি করে উইকেট নেন দুই বোলারই, সেই সৌজন্যেই এই তালিকায় প্রথম পাঁচে রয়েছেন তাঁরা, তবে পিছনেই রয়েছেন হর্ষিত রানা, অর্শদীপ সিং, তুষার দেশপাণ্ডেরা। ফলে এই তালিকায় প্রথম পাঁচে খু☂ব বেশিদিন থাকা হবে না মুকেশ, খলিলদের।
আরও পড়ুন-IPL 2024-জল্পনার অব🎀সান…রোহিতের নাইট রাইডার্সে আসার গুঞ্জন ওড়ালেন ভেঙ্কি মাইসোর,ভিডিয়ো
একঝলকে অরেঞ্জ ক্যাপের তালিকা-
বিরাট কোহলি ১৩ ম্যাচে ৬৬১ রান করে রয়েছ🌱েন সবার ওপরে
১৩ ম্যাচে ৫৮৩ রান করে দ্বিতীয় স্থ♛ানে রুতুরা🔯জ গায়েকওয়াড়
১১ౠ ম্যাচে ৫৩৩ রান করে অরেঞ্জ ক্যাপের তালিকায় তিন নম্বরে ট্রা🐈ভিস হেড
১২ ম্যাচে ৫২৭ রান করে চতুর্থ স্থ🀅ানে গুজরা💃ট টাইটান্সের সাই সুদর্শন
১২ ম্যাচে ৪৮৬ রান করে তালিকায় পঞ্চম সঞ্꧟জু স্যামসন
একঝলকে পার্পল ক্যাপের তালিকা-
জসপ্রীত বুমরাহ ১৩ ম্য🅘াচে ২০ উইকেট নিয়ে শীর্ষে, গড় এবং ইকোনমির নিরিখে তিনি সবারဣ ওপরে
১২𒉰 ম্যাচে ২০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে হার্ষাল প্যাটেল
১২🍨 ম্যাচে ১৮ উইকেট নিয়ে তালিকায় তৃতীয় নাইটদের বরুণ চক্রবর🍎্তী
১৪ ম্য꧅াচে ১৭ উইকেট রয়েছে ক্যাপিটালসꦑের খলিল আহমেদের ঝুলিতে
১০ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন দিল্লির মুকেশ কুমার
আরও পড়ুন-IPL 2024 - প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েও অশান্তি൩ চলছেই, অনুশীলনে মুখ দেখাদেখি বন্ধ সূ♏র্য-হার্দিকের
বুধবারই আইপিএলে ম্যাচ রয়েছে পঞ্জাব কিংসের। সেই ম্যাচে মাঠে নামবে🌳ন হার্ষাল প্যাটেল। দলের প্লে অফে যাওয়ার সুযোগ না থাকলেও তাঁর পার্ꩵপল ক্যাপের তালিকায় শীর্ষে ওঠার সুযোগ থাকছে এই ম্যাচে। রাজস্থান ম্যাচেই বুমরাহকে টপকে যেতে পারেন হার্ষাল।