বহু দিন পর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসতে চলেছে টেস্ট ক্রিকেটের আসর। চলতি বছরেই ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ হবে। এদেশে খেলতে আসবে ব্ল্যাক ক্যাপসরা। সেই সিরিজেরই একটি ম্যাচ হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। জানা যাচ্ছে, চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে হতে চলা টেস্ট সিরিজের একটি ম্যাচ মুম্বইতে হবে। ভারতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছেন নিউজিল্যান্ডের টম লাথাম, লকি ফারগুসনরা। টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের অঙ্গ হিসেবেই থাকছে এই সিরিজ। এমনিতে ইংল্যান্ডকে গত সিরিজে হারিয়ে ভারতীয় দল বেশ চনমনে রয়েছে। সেই সিরিজে অনবদ্য পারফরমেন্স করেছিলেন যশস🌳্বী জয়সওয়াল। এছাড়াও গোটা দল যথেষ্টই আত্মবিশ্বাসী ছিল। পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করেছিল রোহিত শর্মা ব্রিগেড। ভারতের মাটিতে এসে টেস্ট সিরিজ জিতে যাওয়া কোনও দলের পক্ষেই সহজ কথা নয়। বিদেশে ভারতকে হারানো অতটা কঠিন না হলেও, রোহিতদের ডেরা থেকে সিরিজ জিতে নিয়ে যাওয়া শেষ কয়েক বছরে বহুগুন কঠিন হয়ে গেছে।
আরও পড়ুন-জন্মদিনে কামি🐻ন্সের জন্য গান সমর্থকদের, পাল্টা জয় উপহার দিলেন অধিনায়ক- ভিডিয়ো
২০২১ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর পূর্তিতে সেখানে ভারত-নিউজিল্যান্ড দল শেষবার টেস্ট ম্যাচ খেলেছিল। আবার সেই দুই দেশের মধ্যে দিয়েই দীর্ঘ ফর্ম্যাটের ক্রিকেট ফিরতে চলেছে ভারতের বিশ্বকাপ জয়ের মাঠে। এই মাঠেই ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠে শেষ টেস্টে ৩৭২ রানে কিউয়িদের পরাস্ত করেছিল ভারಌত। ব্ল্যাক ক্যাপসদের হয়ে বিরল নজির গড়ে সেদিন লাইমলাইট কেড়ে নিয়েছিলেন স্পিনার আজাজ প্যাটেল। জিম লেকার, অনীল কুম্বলের পর আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় বোলার হিসেবে একই ইনিংসের দশটি উইকেট তুলে নেওয়ার নজির গড়েছিলেন তিনি। ভারতের প্রথম ইনিংসে সেই ম্যাচে ১১৯ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন আজাজ।
আরও পড়ুন-ম্যাচের পর কেএল রাহুলকে বকা সঞ্জী🐻ব গোয়েঙ্কার,পাল্টা দিলেন প্রাক্তন নাইট ডিরেক্টর
গত বছর এই স্টেডিয়ামে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হয়েছে। ভারতের ম্যাচও ছিল। একদিনের ক্রিকেটে শতরানের রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। কিন্তু বিশ্বকা🤡পে যে ভেনুগুলো কোনও ম্যাচ পায়নি সেখানে দ্বিপাক্ষিক সিরিজের খেলা দেওয়ার জন্য ওয়াংখেড়েতে গত মরশুমে আর কোনও আন্তর্জাতিক ম্যাচ হয়নি। অবশ্য মহিলাদের একটি ম্যাচ এখানে আয়োজিত হয়েছিল।
আরও পড়ুন-স্কুলে যা🎉ওয়ার নাম শুনলেই মাথা ব্যথা করত, ভারতীয় ক্রিকেটারের রহস্য🅺 ফাঁস!
গত দুবার♏ আইসিসি বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে গিয়েও ট্রফি হাতছাড়া করেছে ভারত। সামনে টি২০ বিশ্বকাপ আসছে। সেখানে রোহিতের নেতৃত্ব টিম ইন্ডিয়া যেমন চাইবে দেশকে বিশ্বক🎐াপ জেতাতে, তেমন লাল বলের ক্রিকেটেও তৃতীয়বার ভারতকে ফাইনালে তুলে ট্রফি জেতাতে চাইবেন জাদেজা, যশস্বীরা।