বর্ডার-গাভাসকর ট্রফির প্🌺রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে খাতা না খুলতে পারলেও দ্বিতীয় ইনিংসে নিজের ক্ষমতাকে বুঝিয়েছেন যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়ে যান টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়াল।
এমন অবস্থায় যশস্বী জয়সওয়ালকে নিয়ে প্রশ্ন উঠছিল। ভারতে বা অন্য জায়গায় য💃শস্বী যে ধরনের ক্রিকেট খেলেছেন সেই ধরনের ক্রিকেট কি অস্ট্রেলিয়ায় খে😼লতে পারবেন তিনি? প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসেই এর উত্তর দিলেন যশস্বী জয়সওয়াল। পার্থ টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে জোরালো সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল। তবে সেঞ্চুরি সেলিব্রেশন করতে একটু অপেক্ষা করতে হয়েছিল যশস্বী জয়সওয়ালকে।
আরও পড়ুন… BGT 2024-25: আগুন যশস্বী, হিমশীতল রাহুল, ভাঙল ৩৮ বছরের রেকর্ড, প্রথমবার 🌟অজিভূমে ওপেনিং জুটিতে ২০০
আসলে, যশস্বী জয়সওয়াল ৯৫ রানে ব্যাট করছিলেন। ভারতের দ্বিতীয় ইনিংসের ৬২তম ওভার চলছিল। বল করছিলেন অস্ট্রেলিয়ান বোলার জোশ হেজেলউড। তিনি যশস্বীকে একটি বাউন্সার দেন, কিন্তু যশস্বী এটিতে একটি আপার কাটে করে খেলে দেন। বল চলে যায় সীমানা ছাড়িয়ে। মনে হচ্ছিল এটা একটা ছক্কা, কিন্তু মাঠের আম্পায়ার সিদ্ধান্ত নিতে পারেননি। বাউন্ডারি চেকের জন্য থার্ড আম্পায়ারের দিকে ফিরে যান তিনি। এই সময়ে যশস্বী জয়সওয়াল সেঞ্চুরি🍷 উদযাপন করতে পারেননি। কারণ একটি চার হলে তিনি ৯৯-এ পৌঁছে যেতেন এবং এটি যদি ছক্কা হত তাহলে তিনি সেঞ্চুরিতে পৌঁছে যেতেন। এমন অবস্থায় থার্ড আম্পায়ার চেক করে দেখলেন এটি একটি ছক্কা। বলটি একেবারে বাউন্ডারি লাইনের রোপে গিয়ে লাগে। এর পরই যশস্বী সেলিব্রেশন করতে থাকেন।
আপনি এখানে ভিডিয়োটি দেখতে পারেন-
আরও পড়ুন… IPL 2025 Mega Auction Live Streamingꦇ: কখন, কোথায়, কীভাবে দেখবেন ক্রিকেটারদের সবথেকে বড় নিলাম
🤪 যশস্বী জয়সওয়াল তার টেস্ট কেরিয়ারে চতুর্থ সেঞ্চুরি করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই তাঁর প্রথম শতরান। এই ম্যাচে তিনি ২০৫ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। যা তার কেরিয়ারের ধীরতম সেঞ্চুরি, তবে এই সেঞ্চুরিটিও সবচেয়ে বিশেষ, কারণ তিনি অস্ট্রেলিয়ায় ভারতের হয়ে তৃতীয় ব্যাটসম্যান হয়েছেন, যিনি অস্ট্রেলিয়ার মাঠে নিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছেন। এছাড়াও কেএল রাহুলের সঙ্গে যশস্বী ২০০ রানের পার্টনারশিপ করেছেন এবং ভারতের জন্য ইতিহাস তৈরি করেছেন। কারণ অস্ট্রেলিয়ায় দুই ওপেনারের মধ্যে এত বড় জুটি আগে কখনও ঘটেনি।
আরও পড়ুন… SMAT 2024: ৩৫ বলে ৭৪ রান! বাইশ গজে 🅺নতুন ইতিহাস ⛎লিখলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া
এর মাঝেই একাধিক রেকর্ড গড়েছেন যশস্বী জয়সওয়াল একমাত্র তৃতীয় ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ায় তাঁর প্রথম টেস্টে সেঞღ্চুরি করেছেন তিনি। তার আগে এই 𝐆কীর্তি করেছিলেন এমএল জয়সিমহা এবং সুনীল গাভাসকর। যশস্বী জয়সওয়াল এখন অস্ট্রেলিয়ায় তার প্রথম টেস্টে ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন। তিনটিই শতরানই এসেছে ভারতের দ্বিতীয় ইনিংসে।