🉐 বাংলাদেশের হয়ে দুরন্ত অভিষেকের মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়লেন তানজিম হাসান শাকিব। তাঁর বিরুদ্ধে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক নারীবিদ্বেষী এবং হিন্দুধর্ম বিরোধী পোস্ট করার অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় একাধিক স্ক্রিনশটও (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গিয়েছে। কোনও স্ক্রিনশটে (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে যে পুজোর বিরোধিতা করেছেন তানজিম। আবার কোনও স্ক্রিনশটে (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে যে বিশ্ববিদ্যালয়ে আড্ডা দেওয়া ছাত্রীদের বিরুদ্ধে বিষোদগার করেছেন। যদিও ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলিতে যে পোস্টের উল্লেখ করা হয়েছে, তা তানজিমের বর্তমানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখা যায়নি। যিনি পুরো বিতর্ক নিয়ে আপাতত কোনও মন্তব্য করেননি।
ভাইরাল স্ক্রিনশটে কী কী আছে?
✅সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি স্ক্রিনশটে (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর (সেদিন দুর্গাপুজোর পঞ্চমী ছিল) 'তানজিম হাসান শাকিব' (ওই ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে যে ছবি আছে, তা বাংলাদেশের তরুণ ক্রিকেটার অফিসিয়াল অ্যাকাউন্টের সঙ্গে মিলে যাচ্ছে) নামে একজন নিজের ফেসবুকে ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে একজন বলছেন, 'আয় না পুজো দেখতে যাই। অনেক মজা হবে, আয়।' পালটা যে উত্তর আসছে, তাতে বলা হয়েছে যে 'কাফির-মুশরিকদের উপাসনালয়ে' যেন প্রবেশ না করা হয়। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনার ধর্ম আপনাদের জন্য, আমার ধর্ম আমার জন্য।’
♔অপর একটি ভাইরাল স্ক্রিনশটে (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে, 'তানজিম হাসান শাকিব' নামে একজন নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন যে 'ভার্সিটির (কলেজ-বিশ্ববিদ্যালয়) ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক, নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না।'
আরও পড়ুন: 🔯Modi and Hasina meeting: চিনের সঙ্গে টাকার সম্পর্ক, রক্তের যোগ ভারতের সঙ্গে, মোদীকে আশ্বাস হাসিনার
𓃲আরও একটি ভাইরাল স্ক্রিনশটে (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে, ২০২২ সালের ৯ সেপ্টেম্বরের একটি পোস্টে 'তানজিম হাসান শাকিব' লিখেছেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না। স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না।' ওই পোস্টে আরও লেখা ছিল, 'স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়। স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট নয়। স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’
🌳সেইসব স্ক্রিনশট (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হওয়ার পরই তোপের মুখে পড়েছেন বাংলদেশের ক্রিকেটার তানজিম। যিনি অভিষেক ম্যাচে ভারতের বিরুদ্ধে দারুণ বোলিং করেন। ৭.৫ ওভারে মাত্র ৩২ রান দিয়ে দুই উইকেট নেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দ্বিতীয় বলেই আউট করেন রোহিত শর্মাকে। পরে তিলক বর্মাকেও ড্রেসিংরুমে ফিরিয়ে দেন। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ১৪ রান করেন তানজিম।
🃏কিন্তু তারপর সোশ্যাল মিডিয়ায় যে স্ক্রিনশট ভাইরাল হয়েছে, তার প্রেক্ষিতে তাঁকে আপাতত বাংলাদেশের সিনিয়র দল থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্য, তানজিমের ‘ব্রেনওয়াশ’ হয়েছে। এরকম মানসিকতার কেউ যেন বাংলাদেশের প্রতিনিধিত্ব না করেন। অনেকে আবার তানজিমের সমর্থনেও মুখ খুলেছেন। তাঁদের দাবি, তানজিমের বিরুদ্ধে অহেতুক হইচই করা হচ্ছে।
আরও পড়ুন: ꦛIND vs BAN Records: ১১ বছর পর এশিয়া কাপে ভারতকে হারাল বাংলাদেশ! আগেরবারের ম্যাচে ইতিহাস গড়েন সচিন