তুলনায় দুর্বল দলের বিরুদ্ধে লড়াই বলে পাকিস্তান জিম্বাবোয়ে সফরের ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেয় প্রথম সারির তারকাদের। যদিও সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ হেরে মাশুল দিতে হয় পাকিস্তানকে। শেষমে🍰শ শেষ📖 ২টি ওয়ান ডে ম্য়াচ জিতে পাকিস্তান ৩ ম্যাচে সিরিজ জিততে সক্ষম হয়।
বৃহস্পতিবার সিরিজের তৃতীয় তথা শেষꦰ ওয়ান ডে ম্যাচে জিম্বাবোয়েকে দাপটের সঙ্গে পরাজিত করে পাকিস্তান। বুলাওয়েতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। কামরান গুলামের শতরান ও আবদুল্লা শফিকের 💟হাফ-সেঞ্চুরিতে ভর করে পাকিস্তান বড় রানের ইনিংস গড়ে তোলে। তারা নির্ধরিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩০৩ রান সংগ্রহ করে।
কেরিয়ারের প্রথম ওয়ান ডে শতরান কামরানের
কামরান গুলাম ৯৯ বলে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তিনি ১০টি চার ও ৪টি ছক্কা মারেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কামরানের🍰 এটিই প্রথম শতরান। ৬৮ বলে ৫০ রান করেন আবদুল্লা শফিক। তিনি ৫টি চার ও ১টি ছক্কা ꧟মারেন।
এছাড়া ৩৭ বলে ৩১ রান করেন♛ সইম আয়ুব। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ৪৭ বলে ৩৭ রান করেন ক্যাপ্টেন মহম্মদ রিজওয়ান। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ২৬ বলে ৩০ রান করেন আঘা সলমন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন তায়েব তাহির। ইরফান খান ৩ রানে আউট হন। ৫ রানে অপরাজিত থাকেন আমের জামাল♉।
জিম্বাবোয়ের হয়ে ২টি করে উইকেট ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚনেন সিকন্দর রাজা ও রিচার্ড এনগারাভা। ১টি করে উইকেট দখল করেন ব্লেসিং মুজারাবানি ও ফরজ আক্রম। উইকেট পাননি শন উইলিয়ামস ও ব্রায়ান বেনেট।
পালটা ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ৪০.১ ওভারে ২০৪ রানে অল-আউট হয়ে যায়। ৯৯ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে পাকিস্তান। ক্য♛াপ্টেন ক্রেগ আরভাইন জিম্বাবোয়ের ▨হয়ে সব থেকে বেশি ৫১ রান করেন। ৬৩ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া মরুমণি ২৪, শন উইলিয়ামস ২৪, সিকন্দর রাজা ১৬, ব্রায়ান বেনেট ৩৭, ক্লাইভ মাদান্দে ২০ ও রিচার্ড এনগারাভা ১৭ রান করেন।
আরও পড়ুন:- IPL 2025 Auction: আইপিএলের মেগা ন꧒িলাম থেকে কোন দেশে গেল কত টাকা?