নির্বাচন ঠিকঠাক হলে অনেক হিসাবই বদলে যেত। পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর এমনই মত ছিল সিপিএম নেতৃত্বের। বাস্তব কি তাܫই বলছে? ভোটের ফল নয় প্রাপ্ত ভোটের হার বিশ্লেষণ করে অলিমুদ্দিন স্ট্রিট আবার ঘুরে দাঁড়ানোর রাস♏্তা খুঁজে পাচ্ছে।
রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী এবারের পঞ্চায়েত নির্বাচনে বামেদের প্রাপ্ত ভোট ১৪%। কংগ্রেস পেয়েছে ৬.৪২%। আরও কিছু ভোট পেয়েছে আইএসএফ। 🌳সব মিলিয়ে যদি দেখা যা এবারের পঞ্চায়েত ভোটে জোটের প্রাপ্ত ভোট হার ২১ শতাংশের কিছু বেশি। এই হিসাব দেখেই সিপিএম মনে করেছে লড়াই জারি রাখলে অনেক হিসাবই বদলে যাবে।
(পড়তে পারেন। WB panchayat election result latest💖 news: ISF-র ‘আঁতুড়ঘর’ ফুরফুরা শরিফে জয়ী হল তৃণমূল, ২৯টির মধ্যে ২৮টি আসন পেল ঘাসফুল)
২০১৮-এর নির্বাচনে ꦛসিপিএম একক ভাবে পেয়েছিল ১২%-এর কিছু বেশি ভোট। এবার তাদের প্রাপ্তি তারই কাছাকাছি। কিন্তু জোটের নিরীখে ধরলে সেই প্রাপ্তি বেশ খানিকটা লাফিয়েছে।
২০২১ সালের বিধানসভা ভোটে আসন সংখ্যার নিরীখে শূন্যে চলে আসে কংগ্রেস-সিপিএম। প্রাপ্তি বলতে শুধু আইএসএফের ১টি আসন। জোটের🉐 প্রাপ্ত ভোটের হার ছিল নেমে হয়েছিল ১০ শতাংশ। এবারের পঞ্চায়েতে সেই হিসাবে গিয়ে দাঁড়িয়েছে ২১ শতাংশের কিছু বেশি। একেই আশার আলো মনে করছে সিপিএম নেতৃত্বে।