পঞ্চায়েত নির্বাচন নিয়ে দামামা বেজে উঠেছে বাংলায়। আগামী ৮ জুলাই রাজ্যে হবে বাংলায় পঞ্চায়েত নির্বাচন। এই নিয়ে এখন শাসক–বিরোধী তুমুল প্রচার শুরু হয়েছে। হিংসার ঘটনা ঘটেছে বাংলায় বলে অভিযোগ বিরোধীদের। এই পরিস্থিতিতে রাজ্যপাল সিভি আন♌ন্দ বোসের সঙ্গে দেখা করলেন দার্জিলিংয়ের🎐 বিজেপি সাংসদ রাজু বিস্তা। আজ, বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তারপরই সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দেন রাজ্যের সাংবিধানিক প্রধান। পাল্টা ধেয়ে এল তৃণমূল কংগ্রেসের আক্রমণও।
এদিকে বৃহস্পতিবার শিলিগুড়িতে পাহাড়ের একাধিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন রাজ্যপাল। সেখানে তৃণমূল কংগ্রেস এবং তার সহযোগী দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন বিরোধীরা। এমনকী পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের ৬ সপ্তাহ পর পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহ🍎িনী মোতায়েন রাখার দাবি জানিয়েছেন তাঁরা। তারপর রাজ্যপাল যা বলেছেন তার সরাসরি আক্রমণ করে খণ্ডন করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ফলে আজ পঞ্চায়েত নির্বাচন নিয়ে তেতে উঠেছে রাজ্য–রাজনীতি।
ঠিক কী বলেছেন রাজ্যপাল? এই বৈঠকের পর রাজ্যপাল সাংবাদিকদের সঙ্গে মিলিত হন। সেখানে তিনি কড়া বার্তা দিয়েছেন। তাঁর কথায়, ‘রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরেও সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি চলছে। কোনওরকম হিংসা বরদাস্ত করা হবে না। আমি গ্রাউন্ড জিরো রাজ্যপাল। নিজের সন🐽্তুষ্টির জন্য নানা জায়গায় গিয়েছি এবং আক্রান্তদের সঙ্গে কথা বলেছি। আমার দায়িত্ব আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণ নির্বাচন করা। মানুষ যাতে নিজের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করা। সেটাই আমি করব। গণতন্ত্রের পাহারাদারের হাতে গণতন্ত্রের মৃত্যুঘণ্টা না বাজে সেটা খেয়াল রাখতে হবে।’ এই বার্তা যে রাজ্যের দিকে নিক্ষেপ করে তা বুঝতে অসুবিধা হয়নি কারও।
আরও পড়ুন: বিজেপি সাংসদ–রাজ্যপাল বৈঠক উত্তরবঙ্গে,ಞ পঞ্চ🤡ায়েত নির্বাচন নিয়ে দিলেন কড়া বার্তা
ঠিক কী বলেছেন কুণাল ঘোষ? আর রাজ্যপালের মন্তব্যের পরই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, ‘বিজেপির দলদাসে পরিণত হয়েছেন রাজ্যপাল। রাজ্যপাল সম্পূর্ণভাবে রাজধর্ম পালন থেকে বিচ্যুত হয়েছেন। তিনি বিজেপির দলদাসে পরিণত হয়েছেন। নির্বাচনের মুখে তিনি বিরোধীদের হাত কীভাবে শক্ত করা যায় সেটাই দেখছেন। অত্যন্ত গভীর পক্ষপাতদুষ্ট হিসেবে একটা বিকৃত আচরণ করছেন রাজ্যপাল।’ রাজ্যপালকে সরাসরি আক্রমণ করার জেরে সরꦐগরম হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন।