নির্বাচনী বন্ড সংক্রান্ত ব্যাপারে এখনও রাজনৈতিক দলগুলির মধ্য়ে কাদাছোঁড়াছুড়ি, চ্যালেঞ্জ-পালটা চ্যালেঞ্জ একেবার๊ে তুঙ্গে উ🍌ঠেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন যে কংগ্রেসও এখন বাতিল হওয়া নির্বাচনী বন্ডের মাধ্যমে অর্থ ‘আদায়’ করেছে, কারণ তিনি এই প্রকল্পটিকে ‘বিশ্বের বৃহত্তম তোলাবাজি প্রকল্প’ এবং প্রধানমন্ত্র🅠ী নরেন্দ্র মোদীকে 'দুর্নীতি🅘র চ্যাম্পিয়ন' হিসাবে বারবার বর্ণনা করার প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি বলেন, 'তাদের (বিরোধী দল) দলগুলোও বন্ডের মাধ্যমে অনুদান পেয়েছে। এটাও কি তোলাবাজি? রাহুল গান্ধীর জনগণকে বলা উচিত, 'হ্যাঁ, আমরাও তোলাবাজি করেছি'। এনডিটিভিকে একটি ইন্টারভিউতে একথা জানিয়েছেন তিনি।&nbs♏p;
তিনি আরও বলেন, সাংসদ সং๊খ্যার অনুপাতে বিরোধী দলগুলি যে অনুদান পেয়েছে, তা শাসক🗹 দল যা পেয়েছে তার চেয়ে অনেক বেশি।
তিඣনি বলেন, 'তাদের (বিরোধীদের) কোনো ইস্যু নেই। আমাদের বিরুদꦦ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। তাই তারা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু তারা সফল হবে না।