♌ উত্তর কলকাতা আসন নিয়ে কি তবে আশঙ্কায় ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেখানে তৃণমূল নেত্রীর পদযাত্রা শেষে মিনিট খানেকের দৃশ্য তুলে দিল সেই প্রশ্ন। এদিন কর্মসূচি শেষ করে রাস্তায় দাঁড়িয়ে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে কথা বলেন মমতা। কুণাল – সুদীপের সম্পর্কের সমীকরণ মাথায় রেখে অনেকে মনে করছেন, কলকাতা উত্তরে জয় নিয়ে আশঙ্কা থেকেই প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে দলের গোষ্ঠীদ্বন্দ মেটানোর চেষ্টা করলেন মমতা।
আরও পড়ুন - ✤যে খেয়েছে তার পেট থেকে বার করে যার খেয়েছে তাকে ফেরত দেব, গ্যারান্টি দিলেন মোদী
পড়তে থাকুন - 𓆉ভোট জিহাদিদের সাহায্য করতে OBC যুবার সংবিধানসিদ্ধ অধিকার লুঠ করেছে TMC: মোদী
💙মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার যে রাস্তায় রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী, সেই শ্যামবাজার নেতাজি মূর্তির তলদেশ থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত মিছিল করেন মমতা। মিছিল শেষে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন তিনি। এর পর গাড়িতে ওঠার সময় হঠাৎ দাঁড়িয়ে পড়েন তৃণমূলনেত্রী। তখন মমতার পাশেই ছিলেন সুদীপ। তৃণমূল সূত্রের খবর, তখন মমতা জানতে চান কুণাল কোথায়? ওকে ডাকো। কুণাল তখন ছিলেন রাস্তার উলটো পাশে। তৃণমূল নেতারা তাঁকে ডাকেন। সঙ্গে সঙ্গে মমতার কাছে হাজির হন কুণাল। এর পর তিন জনের মধ্যে প্রায় মিনিটখানেক কথা হয়। বেশি বলেন কুণালই। তাতে মাথা নাড়তে দেখা যায় সুদীপ ও মমতাকে।
꧑তৃণমূল সূত্রে খবর, মমতা একযোগে সুদীপ ও কুণালকে বলেন, উত্তর কলকাতা আসনটা জিততে হবে, তোমরা দেখে নিও। একথা শুনে ঘাড় নাড়েন ২ জনেই। এর পর কুণাল সুদীপ ও মমতাকে কী বলেছেন তার বিস্তারিত যদিও জানা যায়নি।
আরও পড়ুন - ꧑ভোট জিহাদ এগিয়ে নিয়ে যেতে সাধু - সন্তদের আক্রমণ করছে তৃণমূল, অশোকনগরে বললেন মোদী
𓄧সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণালের সম্পর্ক বরাবরই আদায় কাঁচকলায়। সম্প্রতি বরাহনগরে একটি রক্তদান শিবিরে তাঁকে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে দেখা গিয়েছিলেন। সেখানে সুদীপের মুন্ডুপাত করে তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। এর পর তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কুণালকে।