এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষা নিয়ে বিজেপি নেতারা যখন খুশিতে ডগমগ তখন ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব দিলেন কড়া হিসাব। তবে এটা তিনি প্রকাশ্যে দেননি। এই হিসাব দেব দিয়েছেন দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেটা এখন চাউর হয়ে গিয়েছে। রাত পোহালেই লোকসভা নির্বাচনের গণনা শুরু হবে এবং ফলপ্রকাশ পাবে। সেখানে তার আগেই ফলাফল জেনে ফেললেন দেব। তাই তো দেব দিল হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা। যা নিয়ে এখন জোর চর্চাꦚ শুরু হয়েছে রাজ্য–রাজনীতি অলিন্দে। তাঁর দেওয়া ফলাফল কার্যত বুথফেরত সমীক্ষাকে খারিজ করে দিল। তবে দেব যে বার্তা দিয়েছ🎉েন হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা তৃণমূল কর্মীদের উদ্দেশে।
ইতিমধ্যেই বুথফেরত সমীক্ষা রিপোর্টকে ভুয়ো বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক বেশি আসন পাব🐻ে তৃণমূল কংগ্রেস বলে দাবি তাঁর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাই বলেছেন। যা দেখানো হয়েছে তার উল্টো ফল হবে। শান্তনু সেন, দেবাংশু ভট্টাচার্য এবং কুণাল ঘোষও ৩০টি আসনের দাবি করেছেন। সেখানে ঘাটাল লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দেব দাবি করেন, ‘রাজ্যে তৃণমূল কংগ্রেস কমপক্ষে ২৬টি আসন পেতে চলেছে। তেমন হলে এই সংখ্যাটা ২৯ থেকে ৩০টিও হতে পারে। আমরাই জিতছি।’
আরও পড়ুন: দিঘা–শান্তিনিকেতন–তারাপীঠে সরকারি বাস চালানোর প্রস্ত꧒াব, পরিবহণমন্ত্রীকে চুঁচুড়া পুরসভা
এদিকে তৃণমূল কংগ্রেসের ঘাটাল লোকসভা নির൩্বাচন কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব এই বার্তা দিয়েছেন। সুতরাং একাধিক বুথ ফেরত সমীক্ষায় গোটা দেশ বা রাজ্যে যে গেরুয়া ঝড়ের উল্লেখ করা হয়েছে তা দেবও খারিজ করে দিলেন। আর এই বার্তায় তৃণমূল কর্মী–সমর্থকরা অনেকটাই চাঙ্গা হয়ে উঠেছেন। বুথফেরত সমীক্ষাকেই ধ্রুব সত্যি ধরে এগোচ্ছেন বিজেপি নেতারা। রবিবার দুপুরে দলের কর্মী–সমর্থকদের উদ্দেশে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব লেখেন, ‘আরে আমরাই জিতছি। জিতছি তৃণমূল। আর কমপক্ষে ২৬টি আসন পাবে।’ এখন এই বার্তা প্রকাশ্যে আসায় স্নায়ুর চাপে পড়েছে বিজেপি।