লোকসভা নির্বাচন দুয়ারে এসে গিয়েছে। আর তখনই প্রশ্ন উঠছে, মুকুল রায় কি সুস্থ আছেন? রাজ্য–রাজনীতিতে এই প্রশ্ন এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কারণ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের ঘর গুছিয়ে দিয়েছিলেন মুকুল রায়। তারপর সাফল্য আসে ১৮টি আসন। পরে কমে সেটা ১৬ হয়ඣ। ২০২৪ সালে লোকসভা নির্বাচন নিয়ে যখন বাজার সরগরম তখন রাজনীতির চাণক্য কোথায়? এই প্রশ্নই উঠছে। এই দাপুটে রাজনীতিক একুশের নির্বাচনের ফলাফলের পর তৃণমূল কংগ্রেস♈ে ফিরেছিলেন, আবার কিছুদিন আগে নিখোঁজ হয়ে নয়াদিল্লিতে পাড়ি দিয়েছিলেন। তাঁর ছেলে শুভ্রাংশু রায় বারবার দাবি করেছেন, বাবার শরীর ভাল নেই।
তাহলে আজ কেন উঠছ🌌ে মুকুল প্রসঙ্গ? আজ, শুক্রবার দুপুরে আবার একবার নতুন করে বাংলার রাজনীতিতে চর্চায় উঠে এলেন মুকুল রায়। কারণ তাঁর বাড়িতে আজ হাজির হয়েছেন ব্যারাকপুর🐬 লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মুকুল রায়ের বরাবরের কাছের লোক ছিলেন অর্জুন সিং। একাধিকবার তাঁরা একসঙ্গে কাজ করেছেন। এমনকী মুকুল রায়কে অর্জুন সিংয়ের গুরু বললে ভুল হবে না। তাঁর হাত ধরেই তো ২০১৯ সালে ফুল বদল করেছিলেন অর্জুন। এবার অবশ্য পরিস্থিতিটা অন্যরকম। টিকিট পাবার আশায় তৃণমূল কংগ্রেসে ফেরা আর না পেয়ে বিজেপিতে পুনরায় যাওয়া। এবার অর্জুনের এই মুকুল সাক্ষাৎকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে অর্জুন সিং বলেন, ‘ওঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম। তিনি আমাকে উত্তরীয় পরিয়ে দিলেন।’
আরও পড়ুন: ‘একুশ হাজার মদের দোকান বেড়েছে,🌸 এই মুখ্যমꦉন্ত্রী মদশ্রী’, বেলাগাম আক্রমণ শুভেন্দুর
এই মুকুল রায় একবার বলেছিলেন, বিজেপি মানেই তো তৃণমূল কংগ্রেস। এবার সেই কথা যেন কার্যত স্বীকার করে নিলেন অর্জুনও। তবে সরাসরি নয়। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে অর্জুন বলেন, ‘ইতিহাস দেখলেই বোঝা যাবে যাঁরা বিজেপি থেকে তৃণমূলে গিয়েছিলেন তাঁদের আমাদের মতো অবস্থা হবে। ꦛমুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়।’ রাজীব বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূল কংগ্রেসে আছেন। ত্রিপুরার দায়িত্বে কাজ করছেন। মুকুল রায় অসুস্থ। সুতরাং অর্জুনের কথার সঙ্গে বাস্তবতা তেমন নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও অর্জুন সিংকে কিছু বলেছেন কিনা মুকুল রায় তা নিয়ে কিছু বলেননি বিজেপি প্রার্থী।
এছাড়া মুকুল রায় যখন তৃণমূল কংগ্রেসে ফিরলেন তখনও বিজেপিতে ছিলেন অর্জুন। তখন অর্জুন সিং তোপ দেগে মুকুল রায় সম্পর্কে বলেছিলেন, ‘মুকুল রায় বরাবর স্বার্থের পলিটিক্স করে এসেছেন। বিজেপি ক্ষমতায় আসেনি বলে ꦯচলে গেলেন। ওঁকে কেউ চিনুক না চিনুক আমি চিনি। আমি চানক্যের সমস্ত নীতি পড়েছি। কোন নীতি ওঁর সঙ্গে মিল খায়! আমি জানি না।’ সেখানে এমন কী ঘটল? এই অর্জুন সিং নিজের পুরনো কথা ভুলে মুকুল নিবাসে পাড়ি দিলেন। প্রশ্ন উঠছে। তবে বিজেপি মুকুল রায়ের অবস্থা দেখে আসতে বলেছে কিনা সেটা জানা যায়নি।