মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জুতোপেটা করার নিদান দেওয়ায় বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযো♔গ জানাতে চলেছে তৃণমূল। রবিবার দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। সম্ভবত রবিবারই স্বপনবাবুর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি।
আরও পড়ুন: সন্দেশখালিতে অ🦂স্ত্রের সঙ্গে কার্তুজের বিল হাতে পেলে▨ CBI, খতিয়ে দেখছেন গোয়েন্দারা
পড়তে থাকুন: বেআইনি অস্ত্রের খবর কেন ছিল না পুলিশের কাছে? প্রশ্ন উঠছে তৃণমূলের অন্🅺দরেই
জুতো মারার দরকার ওই মুখ্যমন্ত্রীকে
শনিবার অশোকনগরে এক দলীয় নববর্ষের অনুষ্ঠানে যোগদান করে স্বপনবাবু বলেন, ‘বিজেপি কি কোর্টে বসে আছে না কি? কোর্টে তো রয়েছেন বিচারপতিরা। চুরি করে, OMR শিট জাল করে, টাকা খেয়ে চাকরি দিয়েছো, লজ্জা কর🍌ে না? আমি বলব, যাদের চাকরি গিয়েছে আর যারা চাকরি পায়নি সবাইকে জুতো নিয়ে ওর বাড়ির পাশে যেতে। 🏅জুতো মারার দরকার ওই মুখ্যমন্ত্রীকে। তা না হলে ও শিক্ষা নেবে না। এত লোকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, লজ্জা করে না? মহিলা মুখ্যমন্ত্রী মা বোনদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। কী হয়েছে সন্দেশখালিতে জানে না? বিদেশি অস্ত্রের ভাণ্ডার পাওয়া যাচ্ছে সেখানে’।
স্বপনবাবুর এই বক্তব্য নির্বাচনী বিধিভঙ্গের শামিল বলে দাবি করেছে তৃণমূল। তাদের অভিযোগ, মহিলা মুখ্যমন্ত্রীকে জুতোপেটা করার কথা বলে তা💖ঁর সম্মানহানি করেছেন বিজেপি প্রার্থী।
কমিশনে যাচ্ছে তৃণমূল
তৃণমূল সূত্রে খবর, রবিবারই 🦄অনলাইনে স্বপন মজুমদারের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাবে তারা। সঙ্গে দ্রুত পদক্ষেপ করার দাবিও জানাবে শাসকদল।
তবে এব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি। বিজেপির তরফে জানানো হয়েছে, আগে ওরা অভিযোগ করুক, তার পর যা বলার বলব। অনুমানের ভিত্তিতে মন্তব্য করা ঠিক হব🦋ে না।
আরও পড়ুন: টোটোচালক থেকে প্রভাবশালী, শাহজাহানের শাগরেদ আবু তালেবকে তন্নﷺ তন্ন করে খুঁজছে CBI
বলে রাখি, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণ কেন্ꦑদ্র থেকে জয়লাভ করেন স্বপনবাবু। সেই ভোটপ্রচারেও তাঁর বিরুদ্ধে আপত্তিজনক মন্🗹তব্য করার অভিযোগ করেছিল তৃণমূল। তবে মতুয়া অধ্যুষিত এলাকায় তাঁর জয়রথ রুখতে পারেনি কেউ। লোকসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে তাঁকে কাকলি ঘোষ দোস্তিদারের বিরুদ্ধে টিকিট দিয়েছে বিজেপি। জ্যোতিপ্রিয় মল্লিক জেলে থাকায় এবার বদলে গিয়েছে বারাসত লোকসভা কেন্দ্রের সমীকরণ। তার ফয়দা স্বপনবাবু তুলতে পারেন কি না সেটাই দেখার।