ঋতূ মারিয়া জনি
সামনেই নাগাল্যান্ড ভোট। প্রস্তুতি একেবারে তুঙ্গে। উত্তর পূর্বে ক্ষমতা ধরে রাখা এবার বিজেপির কাছে বড় চ্য়ালেঞ্জ। চলছে মাটি কামড়ে লড়াই। অন্যান্য দলও ঝাঁপিয়ে পড়েছে। সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার জানিয়েছেন, নাগা শান্তি আলোচনা জারি রয়েছে। উত্তর পূর্বের রাজ্য়গুলিতে শান্তি স্থাপন সংক্রান্ত পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটা অবশ্যই ফলপ্রসূ হবে। তুয়েনসাংয়ের একটি নির্বাচনী সভাতে অমিত শাহ জানিয়েছেন, উন্নয়ন সংক্রান্ত কিছু বিষয় রয়েছে। পাশাপাশি পূর্ব নাগাল্যান্ডের অধিকার সংক্রান্ত ব্য়াপারগুলো ভোটের পরে আলোচনা করা হবে।
বেশ জোরের সঙ্গে তিনি জানিয়েছেন, বিজেপির জমানায় উত্তর পূর্বভা𓆉রতের রাজ্যগুলিতে হিংসাত্মক কার্যকলাপ প্রায় ৭০ শতাংশ কমে গিয়েছে। এর সঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ওই এলাকায় সুরক্ষা বাহিনীর মৃত্যু প্রায় ৬০ শতাংশ কমে গিয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতে সাধারণ মানুষের মৃত্যু প্রায় ৮৩ শতাংশ কমে গিয়েছে।
নাগাল্যান্ডের বিভিন্ন এলাকা থেকে আর্মড ফোর্স( স্পেশাল পাওয়ার অ্যাক্ট) ১৯৫৮ প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তিনি আশা দিয়েছেন যে আগামী তিন- চার ব🌼ছরের মধ্যে নাগাল্যান্ড থেকে এই স্পেশ༺াল পাওয়ার অ্যাক্টকে প্রত্যাহার করা হতে পারে।
এদিকে সোমবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, কেন্দ্রের বিজেপি শাসিত সরকার নꩵাগা শান্তি আলোচনাকে এগিয়ে নিয়ে চায়। তার একটি সুষ্ঠ সমাধানও চায় সরকার। প্রায় এক দশক ধরে এই আলোচনা জারি রয়েছে। এবার তার দ্রুত সমাধান চায় কেন্দ্র।
অন্যদিকে ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন দꩲীর্ঘদিন ধরেই আলাদা রাজ্যের দাবিতে সরব। এনিয়ে আগামী দিনে আলোচনা হতে পারে বলে মত নেতৃত্বের। অমিত শাহ জানিয়েছেন, এনডিপিপি-বিজেপি জোট সরকার হবে আগামীদিনে। এবারের ভোটের পরে তারাই সরকার তৈরি করবে। আমরা সমস্ত সমস্যার সমাধান করব।