অভিনেতা আমির খান এবং তাঁর প্রাক্তন স্ত্রী, পরিচালক কিরণ রাও সুপ্রিম কোর্টে তাঁদের ছবি ‘লাপাতা লেডিস’-এর স্ক্রীনিংয়ে অংশগ্রহণ করেছিলেন। সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সেখানেই ইভেন্ট চলাকালীন, আমির ছবিটি নির্মাণের ক্ষেত্রে তাঁর অনুপ্রে🍸রণার কথা শেয়ার করেছেন। তিনি জানান যে, তিনি নতুন প্রতিভাদের জন্য একটি প্ল্যাটফর্ম করে দিতে চেয়েছিলেন। আর কোভিডের সময় এই সিদ্ধান্তে তিনি আরও জোর দিয়েছেন, আগামী ১৫ বছর তিনি বলিউড ইন্ডাস্ট্রির জন্য সক্রিয় কাজ কাজের মাধ্যমে নতুন নতুন প্রতিভাদের লাইমলাইটে আনতে চান।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, 'কোভিড চলাকালীন, আমি অনেকটা অবসর সময় পেয়েছিলাম, ভাবার জন্য অনেকটা সময় থাকত হাতে। 🦹আমি বুঝতে পেরেছিলাম যে আমার আরও ১৫ বছর সক্রিয় ভাবে কাজ করা উচিত... এর পর জীবনে কী হবে জানি না, আসলে অতটা দূরকে কেই বা দেখেছে। বিগত অনেক বছরে আমি যা শিখেছি, তা ম🀅ানুষকে ফিরিয়ে দিতে চেয়েছিলাম। আসলে এই শিল্প, সমাজ এবং দেশ আমাকে অনেক কিছু দিয়েছে।'
আরও পড়ুন: রাজকীয় ভিলায় অনন্ত-রাধিকার হানিমুন! খাচ্ছেন দই, ভাড়া🦹 শুনলে চোখ কপালে উঠবে
নায়ক আরও বলেন, 'আমি ভেবেছিলাম একজন অভিনেতা হিসেবে বছরে একটি করে ছবি করব, কিন্তু একজন প্রযোজক হিসেবে আমি আরও অনেক ছবি প্রযোজনা করতে পারব। আমি নতুন প্রতিভাদের একটা প💮্ল্যাটফর্ম দিতে চাই। আমি নতুন লেখক, পরিচালক এবং এই বিনোদন শিল্পের সঙ্গে যুক্ত সবাইকে একটা প্ল্যাটফর্ম দিতে পারি। সেই অর্থে 'লাপাতা লেডিস'ই আমার প্রথম প্রজেক্ট। আমি প্রতিভাদের পাশে থাকতে চাই।'
সুপ্রিম কোর্টে 'লাপাতা লেডিস' স্ক্রিনিং সম্পর্কে
সুপ্রি🅘ম কোর্টের ৭৫ তম বছর স্মরণের অনুষ্ঠানে 'লাপাতা লেডিস'-এর স্ক্রিনিং হয়েছিল। এই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাঁদের স্ত্রীদের নিয়ে হাজির ছিলেন। তাছাড়াও রেজিস্ট্রির সদস্যরাও উপস্থিত ছিলেন। 'লাপাতা লেডিস' যা লিঙ্গ সমতার উপর জোর দিয়েছে। গতবছরের সেপ্টেম্বর-এ টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (TIFF) এই ছবির প্রিমিয়ার হয়েছিল। সেখানে ছবির নির্মাতা ও কলাকুশলীদের সম্বর্ধনাও জানানো হয়েছিল।
আরও পড়ুন: আমি জীবনে উত্তেজনা চাই, ছকে বাঁধা সহজ জীবন আমার কাছে খুবই বোরিং: দ꧅েবচন্দ্রিমা
'লাপাতা লেডিস' ছবি সম্পর্কে
ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিতানশী গোয়েল, প্রতিভা রত্ন, স্পর্শ শ্রী🤪বাস্তব, রꦓবি কিষাণ এবং ছায়া কদম। 'লাপাতা লেডিস' কিরণ রাও পরিচালিত একটি কমেডি ড্রামা ফিল্ম।