দুপার বাংলার মানুষের কাছেই খুব জনপ্রিয় আবু হেনা রনি নামটা। মিরাক্ক🧔েল দিয়ে ভারতে জনপ্রিয়তা পেয়েছিলেন। শুক্রবার রাতেই রটে যায় বাংলাদেশে বড় ঝামেলায় জড়িয়েছেন তিনি। একটুর জন্য প্রাণেও বেঁচেছেন। নাটোরের গুরুদাসপুরের এক সিনেমা হলের সামনে গাড়ি রাখা নিয়ে হয়েছিল ঝগড়ার সূত্রপাত। রনির সঙ্গে ছিলেন তাঁর আরও চার বন্ধু। প্রথমে কথা কাটাকাটি থেকে হাতাহাতি, একসময় নাকি ‘প্রা🀅ণ বাঁচাতে’ দৌঁড়ে পালান। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।
তবে এই খবর ‘ভুয়ো’ দাবি করে শনিবার ফেসবুকে পোস্ট করলেন রনি। লিখলেন, ‘কিছু অপেশাদার সাংবাদিক ভুলভাবে নিউজ করেছে। এজন্য দুঃখিত।পাশের এলাকার সিনেমা হলের সামনে আমার বন্ধুদের সঙ্গে কিছু লোকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তাদেরই গাড়ি ভাঙচুড় হয়। আমি উপস্থিত থাকায়, যত্ন করে আমার নামটা দিয়েছে। এতে আসল ভিকটিম ও আসল অপরাধি দুজনের নামই ঢাকা পরেছে।’ আরও পড়ুন: কাঁধ থেকে খসে পড়েছে জ্যাকেট, চরম হট লুক সৌমিতৃ💟ষার! মিঠাইরানি যেন আগুন ধরালেন
এরপর কটাক্ষ করে রনি নিজের বক্তব্যে আরও জুড়ে দেন, ‘যারা আমার আহত হওয়ার খবর শুনে খুশি হয়েছেন, তাদের জন্য সমবেদনা। আর যারা কষ্ট পেয়েছেন তাদের জন্য ভালোবাসা, চলেন উল্লাস করি।’ আরও পড়ুন: ‘ভালো চুমু খেতে পারে না!’, আকাঙ𒁏্খ🃏ার প্রতি আর আগ্রহ নেই, জানিয়ে দিলেন জাদ
রনি সুস্থ 🌺আছেন খবর শুনে ♈বেশ আশ্বস্ত হন তাঁর অনুরাগীরা। একজন লেখেন, ‘আমি তো মনে মনে খুব দুঃখ পেয়েছিলাম। যাক ভালো আছেন শুনে ভালো লাগছে।’ আরেকজন লিখলেন, ‘আমি সকালে আমার মাকে খবরটা পড়ে শোনাচ্ছিলাম। মা বলছে, এই ছেলেটার ফাড়া কাটছেই না। যাই হোক ভালো থাকেন ভাই। শুভকামনা।’ তৃতীয়জন লিখলেন, ‘আপনি ভালো আছেন শুনে খুশি হলাম খুব।’
প্রসঙ্গত, গত বছরই বড় দুর্ঘটনার মুখে পড়েছিলেন রনি। বলা ভালো, মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরে এসেছে। ২০২২ সালের ১৭ সেপ্টেম্বরে বাংলাদেশের ঢাকার গাজিপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চার বছরপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে গ্যাস বেলুন বিস্ফোরণে তিনি দগ্ধ হন। শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়। বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক൲ সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিল একটানা অনেকদিন। সেইসময় ক্ষতি🌞গ্রস্থ হয়েছিল শ্বাসনালিও।