বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী ফরিদা আক্তার ববি🏅তা। সত্তর ও আশির দশকের অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন সত্যজিৎ রায় ও জহির রায়হানের মতো কিংবদন্তির সিনেমায়। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমার হাত ধরে তাঁর অভিনয় বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রায় দুই দশক ধরে কয়েকশো সিনেমায় অভিনয় করেছেন ববিতা। পরপর তিনবার বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন তিনি।
এখন অভিনয় থেকে অনেকটাই রয়েছেন দূরে ববিতা। বেশিরভাগ সময় থাকেন কানাডা অথবা আমেরিকায়। তবে সুযোগ হলেই নিজের জন্মভূমির টানে ছুটে যান বাংলাদেশে। কানাডা থেকে সম্প্রতি দেশে ফিরেছেন নন্দিত এই অভিনেত্রী ববিতা। পরিবারের সঙ্গেই এখন সময় কাটছে তাঁর। অভিনেত্রী জানিয়েছেন, কুরবানি ইদের পর আবার বিদেশে চলে যাবেন তিনি। আরও পড়ুন: সোহমের ছেলের𓆉 জন্মদিনে বিশেষ অতিথি রা🤪জ! হাতে করে আনলেন নাকি কোনও উপহার
বর্তমানে বাংলাদেশের সিনেমা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে, ꧃ওপার বাংলার সংবাদমাধ্যম কালবেলাকে অভিনেত্রী বলেন, ‘খবর রাখা হয় না। নতুন কোনও সিনেমাও সেভাবে দেখা হয় না। তবে মাঝেমধ্যে দুয়েকটি কাজ দেখেছি। তা দ🅰েখে মনে হয়েছে গল্প ও নির্মাণে কিছুটা উন্নতি হলেও অশ্লীলতা কিছুটা বেড়ে গিয়েছে। কারণ সুড়সুড়ি টাইপের অভিনয় দেখে তো আমি অভ্যস্ত নই। তাই আর সেভাবে দেখা হয় না’।