ঢাকে কাঠি পড়ে গেছে। ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। আগামী মাসের গোড়াতেই শুরু হচ্ছে ছবি উৎসব। প্রতিবারের মতো এই বছরও ছবি উৎসবে অংশ নেবে দেশ-বিদেশের প্রায় ২০০টি ছবি। কিন্তু দুর্ভাগ্যবশত এই বছর কিফে বাংলাদেশের কোনও প্রতিনিধি থাকবে না। হ্যাঁ, ওপার বাংলার কোনও ছবি প্রদর্শিত হবে না কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যা দুই বাংলার সাংস্কৃতিক মহলের কাছে বড় ধাক্কা। আরও পড়ুন-পাবলিক ডি💟ম্যান্ডে ২০২৫-এর পুজোয় বহুরূপী পার্ট ২ আসছে? মুখ ♑খুললেন ‘বিক্রম’ শিবপ্রসাদ
কেআইএফএফ-এর চেয়ারম্যান গৌতম ঘোষ জানিয়েছেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই প্রথম বাংলাদেশি সিনেমা দেখতে পারবেন না চলচ্চিত্রপ্রেমীরা। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘আগের বছরগুলোর চেয়ে এখন পরিস্থিতি ভিন্ন। ভিসা জটিলতা তো আছেই। বাংলাদেশের সাম্প্রতি💙ক রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে পরিস্থ꧟িতি স্বাভাবিক হতে সময় লাগবে। বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী দেশের কোনও ছবিই এই তালিকায় নেই।’
গত ২৮ বছরের মধ্যে প্রথমবারের মতো ৪৮তম কলকাতা বইমেলায় বাংলাদেশি প্রকাশকদের অন্তর্ভুক্তি না হওয়ার ঘটনার মাঝেই ফের মন খারাপের খবর। যা 💦নিয়ে আগামিদিনে বিতর্ক যে বাড়বে তা বলা🌃র অপেক্ষা রাখে না। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে এই চলচ্চিত্র উৎসব। চলবে ১১ই ডিসেম্বর পর্যন্ত।
২০২২ সালে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, মুহাম্মদ কাইয়ুম রচিত ‘কুরা পাখির শুন্যে উরা’ ছবিটি সবচেয়ে বড় সম্মান জিতেছিল। উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একম🍰াত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছিল এটি। এক কৃষক পরিবারের সংগ্রামকে ঘিরে আবর্তিত এই ছবি স্প্যানিশ ফিল্ম ‘আপঅন এন্ট্রি'র সঙ্গে ‘ইন্টারন্যাশন্যাল কম্পিটিশন অন ইনোভেশন ইন মুভিং ইমেজেস ক্যাটেগরিতে ‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার’ ছিনিয়ে নিয়েছিল।