খুব কম বয়সে সাফল্য পেয়েছেন অহনা দত্ত। অনুরাগের ছোঁয়া-য় তাঁর মিশকা চরিত্রটি দর্শক মনে ঘর করে নিয়েছে। তবে এবার মিশকা আসছে চিনি-তে। সূর্য-দীপার জীবন ‘অতি💛ষ্ট’ করার পর, অহনা এবার চিনিতে! দর্শকদের প্রশ্ন, তাহলে কি আর দেখা যাবে না মধুরিমা বসাককে?
প্রসঙ্෴গত বলে রাখি, ‘খেলনা বাড়ি’র গুগলি অর্থাৎ অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য বাদ পড়ꦦেছিলেন চিনি থেকে মাঝ পথেই। আর তার জায়গায় আসে ‘রানু পেল লটারি’ খ্যাত বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়। এমনিতেই টিআরপি-তে সেভাবে প্রভাব ফেলতে পারছে না চিনি। গত সপ্তাহেও রেটিং চিল কম, মাত্র ৩.৫। মন দিতে চাই-এর মতো দুর্বল প্রতিপক্ষের সামনেও তুলতে পারছে না নম্বর। তাই কি এই সিদ্ধান্ত চ্যানেলের?
আরও পড়ুন: অবন🐼্তিকার সঙ্গে উত্তাল প্রেমে রণবীর! ইমরানের সিনেমা ছাড়ায় নাম উঠছে ঋষি-পুত্রের
স্টার জলসা শেয়ার করল চিনি-র একটি নতুন প্রোমো। তাতে দেখা যাচ্ছে মধুরিমা থুরি অপলা ফোন লাগিয়েছে মিশকাকে। বলছে, ‘চিনির এত নাটক নไিতে পারছি 🥂না! ইচ্ছে করে কি…’। এরপর অপলা প্রস্তাব দেয়, যাতে সাত তাড়াতাড়ি চলে আসে মিশকা। ঠাম্মি হেমাঙ্গিনী চৌধুরীর স্মৃতিভ্রংশ হয়েছে। আর সেটাকে কাজে লাগিয়েই দুজনে মিলে লাগাবে কোনও দুষ্টু ষড়যন্ত্র। অর্থাৎ চিনি-র মোকাবিসা হবে মিশকা আর অপলা একসঙ্গে।
মিশকাকে ফোনে বলতে 🅷শোনা যায়, ‘দারুণ দারুণ দারুণ ব্যাপার। আই এম কামিং ডার্লিং’। এরপর নিজের মনে মনেই সে বলে ওঠে, ‘আমি আর একা নেই চিনি🍌….’
আরও পড়ুন: কাপুর পরিবার🥂ে ফাটল! অর্জুনের জন্য মুখ দেখাদেখি বন্ধ অনিল-বনির, কী নিয়ে ঝামেলা?
যদিও আরেকটি প্রোমোতে দেখা যাচ্ছে 🥃শুধু অপলা নয়, আসছে ম্যান্ডিও। অর্থাৎ অহনার সঙ্গে আসছে মেঘা দাঁ। যিনি এই মুহূর্তে কথা-র খলনায়িকা। তবে অপলার এই পরিকল্পনা চিনি আর দ্রোণ শুনে ফেলে। তারাও প্রস্তুত একসঙ্গে ৩ ‘শয়তান’এর মোকাবিলা করতে। মানে খেল এবার জমবে🧜।
তবে প্রোমো থেকেই স্পষ্ট, বিশেষ এপিসোডের জন্য এন্ট্রি হচ্ছে অহনার। মোট🉐েও তিনি নিচ্ছেন না মধুরিমার জায়গা। অনুরাগের ছোঁয়া-তে এমনিতেই গত কয়েকদিন ধরে সেভাবে মিশকা চরিত্রটিকে দেখা যাচ্ছে না। আপাতত চিনি-তে একটু মশলা দিতে তাই ডাক পড়ল অনুরাগের ছোঁয়ার খলনায়িকার।
আরও পড়ুন: জরায়ুতে অস্ত্রোপচꦅারে পর হাঁটানোর চেষ্টা, যন্ত্রণায় কাতরাচ্ছেন রাখি, সামনে এল ভিডিয়ো
আসেল দ্রোণের সঙ্গে বিয়ের কথা ছিল অপলারই। সেখানে চিনি আর দ্রোণ এক হয়ে যান। সেই সংসার ভাঙতে, চিনি-কে প্যাচে ফেলতে꧂ নানা ছ🍰ক কষে চলেছে সে। এখন দেখার, নতুন কি ঝড় আসে অহনা-মেঘার আগমনে।