ইতিমধ্যেই উত্তর প্রদেশের আন্তর্জাতিক ফিল্ম সিটি প্রজেক্টের নিলাম শুরু হয়ে গিয়েছে। এই ফিল্ম সিটিটি ২৩০ একর জমির উপর বানানো হচ্ছে। আর এ হেন আন্তর্জাতিক ফিল্ম সিটি প্রজেক্টের নিলামে অংশ নিয়েছেন বলিউডের রথী মহারথীরা, আছেন অক্ষয় কুমার, বনি কাপুর, দীনেশ বিজন, ভূষণ কুমার প্রমুখরা। ৫ জানুয়ারি যমুনা এক্সপ্র⛦েসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির তরফে জানানো হয়েছে যে তাঁরা এই শিল্পীদের থেকে নিলামের কাগজ পেয়েছেন।
ইউপির ফিল্ম সিটি নিলামে কিনতে আগ্রহী বলিউডের রথী-মহারথীরা
জুমের একটি রিপোর্টে জানানো হয়েছে কেসি বোকাড়িয়া এই হাইপ্রোফাইল নিলামের একাধিক তথ্য প্রকাশ্যে ন⛄িয়ে এ📖সেছেন। তিনি নিজেও যে এই নিলামে অংশ নিয়েছেন সেটাও নিশ্চিত ভাবে জানিয়েছেন। তিন জানিয়েছেন এই নিলাম নিয়ে তিনি দারুণ উৎসাহিত কারণ এটি একটি চ্যালেঞ্জিং নিলাম। এখন দেখা যাক শেষ পর্যন্ত কার জয় হয়।
আরও পড়ুন: হামাস হামলায় গাজায় গুরুতর আহত ফাউদা খ্যা🍒ত🅘 অভিনেতা ইদান আমেদি, এখন কেমন আছেন?
আরও পড়ুন: 'দেশের আত্মনির্ভরতাকে নষ্ট করবেন না' মলদ্বীপ বিতর্কে মুখ খুললেন অ🔯মিতাভ, লাক♎্ষাদ্বীপের প্রচারে বললেন কী?
এই উত্তর প্রদেশের আন্তর্জাতিক ফিল্ম সিটি প্রজেক্টটি ২৩০ একরের। যমুনা অথরিটি রিজিয়নের সেক্টর ২১ এ এটি অবস্থিত। যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস🐈্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির তরফে জানানো হয়েছে অক্ষয় কুমার এবং দীনেশ বিজন একসঙ্গে, বনি কাপুর, ভূষণ কুমার এবং কেসি বোকাড়িয়া নিলামের জন্য কাগজ জমা দিয়েছেন। এখন সমস্ত টেকনিক্যাল দিকগুলো বিচার করে দেখা💫 হচ্ছে।
আরও পড়ুন: বইমেলার আগেই বিষাদের ছোঁয়া! আর প্রকাশি༒ত হবে না জয় গোস্বামীর কবিতা, ৫০ বছর পূর্তিতে ঘোষণা কবির
জান✨ুয়ারি মাসের ৫ তারিখ দুপুর তিনটে পর্যন্ত নিলামের এই কাগজ জমা দেওয়া যেতে পারত বা অংশ নেওয়া যেতে পারত বলেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর অফিসের তরফে জানানো হয়েছে।