আরফান নিশো কেবল বাংলাদেশের নয়, পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তাঁর অভিনয়ের গুণে মুগ্ধ অনেকেই। তবে এতদিন তাঁকে মূলত 🍷বাংলাদেশি নাটক, ইত্যাদিতে দেখা গিয়েছে। এবার তিনি রায়হান রাফির ছবির হাত ধরে বড় পর্দায় ডেবিউ সারলেন। কদিন আগেই বকরি ইদে মুক্তি পেয়েছে তাঁর প্রথম ছবি ‘সুড়ঙ্গ’। এবার সেই ছবিই দেখা যাবে কলকাতায়।
বাংলাদেশে মাত্র কয়েকদিনে চোখে পড়ার মতো উন্মাদনা দেখা গিয়েছে এই ছবিকে নিয়ে। রীতিমত ব্লকব্লাস্টার হিট হওয়ার দিকে এগোচ্ছে এই ছবি। বাংলাদেশের হল মালিকরা অন্তত তাই জানাচ্ছেন। টিকিটের চাহিদা এত যে বাধ্য হয়ে বাড়াতে হয়েছে আরফান নি𒉰শোর ছবির শো। সেই দেশে কোনও ছবিকে নিয়ে এমন উন্মাদনা এর আগে কবে এতটা দেখা গিয়েছে মনে করতে পারছেন না অনেকেই। ছবির প্রযোজক জানিয়েছেন ‘সুড়ঙ্গ’ প্রাথমিক ভাবে ৭টা সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছিল। কিন্তু মাত্র পাঁচদিনে ছবিটি মোট ৩৪টা হলে চলছে। এখন এই ছবির টিকিটের এতই চাহিদা বাংলাদেশে যে ছবিটা দেখতে চাইলে অন্তত তিনদিন আগে টিকিট কাটতে হচ্ছে।
কাইজার সিরিজের মাধ্যমে এপার বাংলায় আরও বেশি জনপ্রিয়তা পান নিশো।ꦡ তাঁর নাটকের গুণমুগ্ধ কম নেই এখানে। এবার তিনি তাঁর ছবি নিয়ে আসছেন কলকাতায়।
এর আগে চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’ মুক্তি পেয়েছিল এই শহরে। কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানোর পর হলে মুক্তি পেয়েছিল এই ছবি। পেয়েছিল দারুণ সাফল্য। এবার সেই পথে হেঁটেই কি আরও সাফল্যের মু🐈খ দেখবে নিশোর ছবি? স♒েটা সময়ই বলবে।
ভারতে ‘সুড়ঙ্গ’ ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছেন এসভিএফ। ২২ জুলাই কলকাতায় মুক্তি পাবে এই ছবি। 🍌কিন্তু হঠাৎ এই ছবি কলকাতায় আনা হচ্ছে কেন? বাংলাদেশের সাফল্যের কথা মাথায় রেখেই? শাহরিয়ার শাকিল, ছবির প্রযোজক জানিয়েছেন, 'আমাদের মনেꦐ হয়েছে এই ছবির যা গল্প সেটা পশ্চিমবঙ্গের দর্শকদের ভালো লাগবে। সেই জন্যই। আমাদের দেশে সাফল্যের কথা ভেবে এটাকে কলকাতায় আনা হচ্ছে এমনটা একদমই নয়।'