নব্বইয়ের দশকে আধুনিক বাংলা গানের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। নতুন ধারার বাংলা গান তৈরি হতে শুরু করে। এরই মধ্যে একটা গান মিথ হয়ে উঠেছিল। গানে বলা একটা ফোন নম্বর গান পাগল বাঙালি আজও মনে রেখেছেন। সময় গড়িয়েছে তবুও গানের বয়স বাড়েনি। হ্যাঁ, বেলা বোস।‘এটা কী 2441129...বেলা বোস তুমি পাচ্ছ কী শুনতে?...দশ-বারোবার রং নম্বর পেরিয়ে তোমাকে পেয়েছি...’। অঞ্জন দত্তের এই গানের সঙ্গে বাঙালির এখনও অনেক নস্টালজিয়া জড়িয়ে আছে। সেই গানের ছেলেটি অনেক রঙ নম্বর পেড়িয়েও বেলাকে জীবনে পায়নি। এইটুকু সবাই জানে।কিন্তু বেলা কেন সেদিন ফিরিয়ে দিয়েছিল ছেলেটিকে? সেই গল্পই বলবে অনিন্দ্য বোসের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘বেলা শুধু জানে’। ৮ এপ্রিল মুক্তি পেয়েছে এই মিউজিক্যাল ফিল্ম। শহর ব্যান্ডের অনিন্দ্য বোসের মিউজিক্যাল ফিল্ম ‘বেলা শুধু জানে’ প্রকাশ উপলক্ষে এদিন সবার সামনে উপস্থিত ছিলেন স্বয়ং বেলা। গানের নাম ভূমিকায় অভিনয় করেছেন চন্দ্রিকা। এই বিষয় অনিন্দ্য বোস জানিয়েছেন, ‘আসলে সবাই ছেলেটিকে সিমপ্যাথাইজ করেন। কিন্তু বেলার সেদিনের চুপ থাকায় জন্য যে কথাগুলো বলা হয়ে ওঠেনি, এই গানে প্রকাশ পেয়েছে সেই কথাগুলো। এবার তাঁর কিছু বলার পালা ছিল। এখন বেলার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট আছে। তাঁর অনেক বন্ধু। এত বছর পর বেলা কেমন আছে এবার জানা যাবে এই গানে’। গানের রচনা-শিল্পী অনিন্দ্য বোস স্বয়ং। অপেক্ষার অবসান, দেখা মিলল বেলা বোসের। মিউজিক্যাল ফিল্মটি অনিন্দ্য বোসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেই মুক্তি পেয়েছে। অনিন্দ্য আরো বললেন, ‘এটা আমার শ্রদ্ধাঞ্জলি এই চরিত্রের মূল শ্রষ্টা অঞ্জন দত্তকে’।