পুজো প্রায় দোরগোড়ায়। কিন্তু তাও আনন্দের মধ্যে যেন রয়েছে বিষন্নতার ছোঁয়া। সকলেই নির্যাতিতার অত্যাচারী এবং খুনিদের দ্রুত বিচার চান। আর সেই কথা স্মরণ করাতে, এই ঘটনার বিভৎসতা যাতে মানুষের মনে থেকে যায় তাই আরজি করে মহালয়ার দিন বসানো হল তরুণী চিকিৎসকের আবক্ষ মূর্তি। কিন্তু অনেকেই বিষয়টা ভালো ভাবে নেননি। করেছেন কটাক্ষ। তালিকায় আছে ভূমির গায়ক সু﷽রজিৎ চট্টোপাধ্যায় থেকে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারিও।
কী ঘটেছে?
আরজি কর প্রয়াত তরুণী চিকিৎসকের শেষের কষ্টক্লিস্ট মুখের একটি প্রতীকী আবক্ষ মূর্তি সেই হাসপাতালে বসানো হয়েছে। লেখা হয়েছে, 'অভয়া স্মরণে, ক্রাই অব দ্য আওয়ার।' কিন্তু অনেকেরই এই মূর্তিটি ভালো লাগেনি। কটাক্ষ 🌸করেছেন কেন এমন মূর্তি বসানো হল সেটা নিয়ে।
কে কী বলছেন?
এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি লেখেন, 'R G Kar -এর তিলোত্তমার স্মরণে নাকি এই মূর্তিটি প্রতিস্থাপন করা হয়েছে। যাঁরা প্রতি স্থাপন করেছেন এবং যাঁদের পছন্দ হয়েছে তাদের মানসিক সুস্থতা কামনা করি। ঘটনাটি অত্যন্ত দুঃখের এবং বীভৎস সেটা নিয়ে কোন সন্দেহ নেই কিন্তু তাই বলে এই রকম একটা বিভৎস মূর্তি স্থাপনের কোন মানে হয় না। আমাদের বাড়ির প্রিয়জনরা মারা যাওয়ার পর তাদের ছবি আমরা বাড়িতে রাখি এবং সব থেকে সুন্দর ছবিটা রাখার চেষ্টা ক🌊রি, তার মৃত্যুকালীন ছবি অথবা শেষ যাত্রার ছবি ফ্রেম করে রাখি না। এই শিল্পীর ভাবনা এবং যারা এই মূর্তিটিকে পছন্দ করেছেন তাদেরকে যেটা বলতে ইচ্ছা করছে সেটা সামাজিক মাধ্যমে বলা সম্ভব নয়। বড্ড চোখে লাগছে ব্যাপারটা এবং সত্যি বলছি ভালো লাগছে না।'
অন্যদিকে ভূমির গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায় লেখেন, 'এটা 𝓰ঠিক কী? এটা তো ওই মেয়েটির অপমান। এবং সমস্ত ভಌিকটিমদের। ভীষণই অসংবেদনশীল।'
আরও পড়ুন: না 💮ফেরার দেশে কাজী নজরুল ইসলামের নাতি অনির্বাণ! মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৯
অনেকেই যেমন তাঁদের সমর্থন করেছেন। অনেকেই আবার বিরোধিতাও করেছেন। এই মূর্তি নিয়ে সোশ্যাল মিডি𝔍য়াও এখন দুই ভা♛গে আড়াআড়ি ভাবে যেন বিভক্ত হয়ে গিয়েছে।