চঞ্চল চৌধুরীর ছেলꦦে এবার বড় পর্দায়। হ্যাঁ, শুদ্ধ চৌধুরী তাঁর বাবার দেখানো পথেই হাঁটতে চলেছেন। ওপার বাংলায় মুক্তি পেতে চল🎃েছে মনোগামী। সেই ছবির হাত ধরেই অভিষেক হবে শুদ্ধর।
বড় পর্দায় শুদ্ধ চৌধুরীর অভিষেক
মনোগামী ছবিটির পরিচালনা করেছেন ওপার বাংলার বিখ্যাত পরিচালক মোস্তফ🎃া সরোয়ার ফারুকী। এই বাংলাদেশি পরিচালকের ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে চঞ্চলকে। আর সেখানেই তাঁর সঙ𝔍্গে থাকবেন তাঁর ছেলে শুদ্ধও। আর এই কথা নিজে ই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন চঞ্চল চৌধুরী।
চঞ্চল চৌধুরী এদিন ছেলের জীবনের এই নতুন অধ্যায়, সিনেমা জগতে পা রাখার কথা ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'শুদ্ধ খালি আমার সন্তান নয়। ও আমার কাছে একটা অন্য রকমের অনুভূতি। ওকে নিয়ে অনেক ছোটবেলা থেকেই গান গাইতাম। ও বড় হয়ে বড় সঙ্গীতশিল্পী হবে এই আশায় নয়, গানটা ভালোবাসুক এই আশায়। ও এখন নিজেই প্রচুর গান শোনে, গান ভালোবাসে। অভিনয়েও♕ ওর সমান আগ্রহ আছে।'
এরপর মনোগামী ছবিরജ সাংবাদিক সম্মেলনে এসে শুদ্ধ চৌধুরী বলেন, 'বাবার সঙ্গে বহুবার বহু ছবির ♕শ্যুটিংয়ে গিয়েছি। কিন্তু এবারের অনুভূতি একেবারে আলাদা। বাবার সঙ্গে অভিনয় করব বলে খুবই চাপে ছিলাম। মনোগামী আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।' তিনি এদিন আরও জানান তাঁর বাবার কারণেই সকলে তাঁকে চেনেন, তার মধ্যে প্রথম ছবিতেই একসঙ্গে কাজ করে তিনি দারুণ খুশি।
আরও পড়ুন: লোকসভার আগেই শুরু দলবদলের খেলা! BJD - র হাত ছেড়ে পদ্🍰ম শিবিরে যোগ দেওয়ার হিড়িক ওড়িয়া অভিনেতাদের
মনোগামী ছবিতে রিল লাইফ রিয়েল লাইফ যেন মিলেমিশে গিয়েছে। এই ছবিতে চঞ্চলের ছেলের চরিত্রে দেখা যাবে শুদ্ধকে। মনোগামীতে অন্যান্য চরিত্রে আছেন আমিনো হোসেন, জেফার রহমান। প্রসঙ্গত জেফার কিন🌟্তু আদতে একজন সঙ্গীতশিল্পী। এই ছবিটি তাঁরও অভিনেত্রী হিসেবে প্রথম কাজ।